প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনধন প্রকল্পের এই ১৩ টি সুবিধা, যা আপনার জানা উচিত

বাংলাহান্ট ডেস্কঃ নরেন্দ্র মোদি (narendra modi) ক্ষমতায় আসার পরই প্রথম জোর দিয়েছিলেন প্রতিটি ভারতবাসীর ব্যাংক একাউন্ট খোলার বিষয়ে। প্রধানমন্ত্রী জনধন (jandhan) প্রকল্পের ইতিমধ্যেই ৬ বছর অতিক্রান্ত হয়েছে। পরিসংখ্যান বলছে শুধু গত ১ বছরেই খোলা হয়েছে ৩.৬ কোটি জনধন খাতা। সব মিলিয়ে মোট ৪০ কোটি ৩৫ লাখ জনধন একাউন্ট খোলা রয়েছে। যার মধ্যে ৩৪ কোটি ৮১ লক্ষ জনধন একাউন্টে নিয়মিত ভাবে টাকা লেনদেন হয়। আসুন জেনে নি জনধন একাউন্টের প্রধান ১৩ টি সুবিধা

images 2020 08 29T130649.869
জান ধন অ্যাকাউন্ট খুলতে কোনো টাকা লাগে না এবং এতে কোনও ন্যূনতম ব্যালেন্স রাখার প্রয়োজন নেই।

১০ হাজার টাকা পর্যন্ত ওভারড্রাফ্ট করা যায়। একাউন্ট খোলার ৬ মাস পর থেকেই ওভারড্রাফ্ট সুবিধা পাওয়া যায়।

কোনও শর্ত ছাড়াই ২ হাজার টাকা পর্যন্ত ওভারড্রাফ্ট সুবিধা পাওয়া যায়

জন ধন অ্যাকাউন্ট খোলার ব্যক্তিকে রুপির ডেবিট কার্ড দেওয়া হয়, যার মাধ্যমে সে অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে বা কেনাকাটা করতে পারে।

২৮ আগস্ট ২০১৮ এর পরে খোলা অ্যাকাউন্টগুলির জন্য রয়েছে রুপে কার্ডে বিনামূল্যে নৈমিত্তিক বীমা কভার।

দুর্ঘটনাজনিত বীমা কভার পাওয়া যায় লক্ষ টাকা পর্যন্ত।

৩০ হাজার টাকা পর্যন্ত জীবন কভার, যা বেনিফিশিয়ারির মৃত্যুর পরে যোগ্যতার শর্ত পূরণ করলেই পাওয়া যায়।

এই জনধন একাউন্ট থেকে সারা দেশে মানি ট্রান্সফার সুবিধা পাওয়া যায়।

সরকারী স্কিমগুলির টাকা সরাসরি এই জনধন একাউন্টে আসে।

একাউন্টে জমা হওয়া অর্থের উপরে সুদ পাওয়া যায়।

পাওয়া যায় বিনামূল্যে মোবাইল ব্যাংকিংয়ের সুবিধাও

জন ধন অ্যাকাউন্টের মাধ্যমে বীমা, পেনশন ইত্যাদি কেনা অনেক বেশী সহজ।

যদি জন ধন অ্যাকাউন্ট থাকে, তবে প্রধানমন্ত্রী কিষান এবং শ্রমযোগী মাধনের মতো স্কিমগুলিতে পেনশনের জন্য অ্যাকাউন্টগুলি খোলা যায়।

 

সম্পর্কিত খবর