ফিরছে আতঙ্ক! ১৬ ঘন্টায় ২ বার কেঁপে উঠল গুজরাত,

বাংলাহান্ট ডেস্কঃ গতকাল গুজরাটের (gujrat) রাজকোটে রাত ৮ টা ১৩ মিনিটে ৫.৮ মাত্রার কম্পন অনুভূত হয়েছিল। আজ ফের কচ্ছে ৪.৫ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে জানাচ্ছে বলে জানাচ্ছে ন্যাশনাল সেন্টার অফ সিসমোলোজি।

আজ দুপুর ১২ টা ৫৭ নাগাদ কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থলটি কচ্ছ থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত যেখানে কম্পন অনুভূত হয়েছিল। রবিবার রাতে ভূমিকম্পের খবর পাওয়া গেছে এই কেন্দ্রটি তার খুব কাছেই অবস্থিত।

IMG 20200406 WA0033

গুজরাতের কচ্ছ, রাজকোট, আহমেদাবাদ এবং পাটনের মতো শহরগুলিতে এই কম্পনের অনুভূতি অনুভূত হয়েছিল। কম্পন অনুভূত হতেই লোকজন বাড়ি থেকে বেরিয়ে আসে।

রবিবার, গুজরাটের একই সময়ে জম্মু কাশ্মীরেও মৃদু কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.০। জম্মু ও কাশ্মীরের কাটরা থেকে ৯০ কিলোমিটার পূর্বে এই কম্পনের কেন্দ্র ছিল। যদিও উভয় ক্ষেত্রেই তেমন কোনো ক্ষয়ক্ষতি বা মৃত্যুর খবর এখনো আসেনি।

কিছুদিন আগেই, আগে ২৪ ঘন্টায় ২ বার কেঁপে উঠেছিল দিল্লি। সোমবার দিল্লির ২.৭ মাত্রার ভূমিকম্পের অনুভব করা গেছে।ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ২৪ ঘন্টারও কম সময়ে জাতীয় রাজধানী অঞ্চলে দ্বিতীয় ভূমিকম্প হলেও কোনও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। রবিবারও রাজধানীতে ৩.৫ মাত্রার একটি মৃদু ভূমিকম্প অনুভব করা গিয়েছিল।

কয়েকদিন আগেই, একই দিনে ১২ ঘন্টারও কম ব্যাবধানে কম্পন অনুভব করা গেল সিকিম ও পশ্চিমবঙ্গের বাঁকুড়া ও সংলগ্ন জেলাগুলোতে। বাঁকুড়ার বিস্তীর্ণ অঞ্চলে কম্পন অনুভুত হয়। কম্পন ধরা পড়ে পার্শ্ববর্তী আসানসোল রানিগঞ্জের বিভিন্ন এলাকাতেও। জানা যাচ্ছে, কম্পনের মাত্রা ছিল ৪.১। মাটি থেকে প্রায় ১৫ কিলোমিটার গভীরে ছিল এই কম্পনের উৎস। কম্পন মৃদু হওয়ায় তেমন ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্ক গ্রাস করেছে এলাকাবাসীকে।

একই দিনে ১ টা ৩৩ মিনিটে ভূমিকম্পে কেঁপে উঠেছিল উত্তর-পূর্বের রাজ্য সিকিম। তবে তার তীব্রতা ছিল বাঁকুড়ার তুলনায় অনেকটাই কম, মাত্র ৩.২।


সম্পর্কিত খবর