বিরাট বড় সুখবর: সাত বছরে সব থেকে সস্তা হলো সোনার দাম, জেনেনিন কত হলো দাম

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ বিশ্বব্যাপী সোনাকে অর্থনীতির মূল কাঠামো হিসাবে ধরা হয়। কোনো দেশের কাছে কতটা সোনা গচ্ছিত রয়েছে তার উপর সেই দেশটির অর্থনৈতিক কাঠামো নির্ভর করে। একই সাথে ভারতের মত দেশে সামাজিক ক্ষেত্রেও সোনার ভূমিকা অনন্য। সোনা ছাড়া আমাদের দেশে বিবাহ, অন্ন প্রাশন ইত্যাদি কোনো শুভ অনুষ্ঠান কল্পনাই করা যায় না। গত কয়েকদিনে উর্দ্ধ মুখী ছিল সোনার দাম। এবার কমল সোনার দাম। যার জেরে স্বস্তির হাসি দেশের মধ্যবিত্তের।। সব মিলিয়ে বিয়ের মরশুমে হাসি চওড়া মধ্যবিত্তের।

কলকাতায় ২২ ক্যারাট সোনার ১ গ্রামের দাম ৪,০৯৮ টাকা (কমেছে ৭১ টাকা), ৮ গ্রামের দাম ৩২,৭৮৪ টাকা (কমেছে ৫৬৮ টাকা), ১০ গ্রামের দাম ৪০,৯৮০ টাকা (কমেছে ৭১০ টাকা), ১০০ গ্রামের দাম ৪,০৯,৮০০ টাকা (কমেছে ৭,১০০ টাকা) ।

২৪ ক্যারাট সোনার ১ গ্রামের দাম ৪,২৮৮ টাকা (কমেছে ৭১ টাকা), ৮ গ্রামের দাম ৩৪,৩০৪ টাকা (কমেছে ৫৬৮ টাকা), ১০ গ্রামের দাম ৪২,৮৮০ টাকা (কমেছে ৭১০ টাকা), ১০০ গ্রামের দাম ৪,২৮,৮০০ টাকা (কমেছে ৭,১০০ টাকা) ।

গত কয়েক বছর ধরেই সোনার দাম ক্রমশ বেড়েই চলেছে। যার জন্য দেশের মধুবিত্তের কপালে চিন্তার ভাজ পড়েছে। স্বর্ণ ব্যবসায়ি সহ স্বর্ণ শিল্পীদের অনেকেই লোকসানের মুখে পড়েছে। অনেক স্বর্ণশিল্পীই সোনার কাজ ছেড়ে অন্য কাজের দিনে পাড়ি দিয়ে জীবন ধারনের জন্য।একই সাথে সোনার দাম বেড়ে যাওয়ার কারনে মাথায় হাত মধ্যবিত্তেরও। সামনেই বিয়ের মরশুম। আর ভারতীয় পরিবারে সোনা ছাড়া বিয়ে কল্পনা করাই যায় না।

সম্পর্কিত খবর

X