বাংলা হান্ট ডেস্ক :ভারতীয় কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি দু’মাসের জন্য ক্রিকেট থেকে ছুটি নিয়ে বর্তমানে কাশ্মীরে রয়েছেন ভারতীয় সেনার ডিউটিতে।তিনি এখন লেফটেনেন্ট কর্নেল মহেন্দ্র সিং ধোনি। কাশ্মীরে ১০৬ টিএ ব্যাটালিয়নের সঙ্গে টহল দিচ্ছেন এম এস ধোনি। প্যারা মিলিটারির সাম্মানিক পদে থাকায় কাশ্মিরের একাধিক জায়গায় যাতায়াত তার।বর্তমানে অন্যান্য সেনার মতোই দিন কাটছে ধোনির। রয়েছেন সেনা ছাউনিতে।নেননি কোনও অধিক সুযোগ সুবিধা।
গত ৩১ জুলাই কাশ্মীরের শ্রীনগরে ১০৬ নম্বর টেরিটোরিয়াল আর্মি ব্যাটালিয়নে যোগ দেন ধোনি। এই দুই মাসে ধোনি কখনও সেনা কর্মীদের গান গেয়ে উদ্বুদ্ধ করছেন কখনও আবার ট্রেনিংয়ে অংশ নিচ্ছেন । ধোনির এই সিদ্ধান্তে গর্বিত তার ভক্তরা।এবার আরো এক গর্বের মুহূর্ত। সূত্র অনুযায়ী, ১৫ আগস্ট স্বাধীনতা দিবসে সদ্য কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষিত লাদাখে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করবেন ভারতীয় কিংবদন্তি ধোনি। ১৫ অগস্ট পর্যন্ত শ্রীনগরে ১০৬ নম্বর টেরিটোরিয়াল আর্মি ব্যাটালিয়নের সঙ্গে থাকবেন তিনি।