হিন্দি আবশ্যিক করতে বিপদের মুখে মোদী সরকার,চাপে পড়ে সিধান্ত বদল

Published On:

বাংলাHunt : মোদি সরকার ক্ষমতায় এসে নয়া নির্দেশিকা জারি করল। নতুন শিক্ষানীতিতে বলা হয়েছে অষ্টম শ্রেণি পর্যন্ত হিন্দি অবশ্যই করতে হবে। এরপর ভারতবর্ষের বিভিন্ন আঞ্চলিক ভাষাভাষীর মানুষ কেন্দ্র সরকারের নীতি কে বিরোধিতা করতে থাকে এবং সূত্র মারফৎ জানাগেছে চাপের মুখে থেকে নয়া নির্দেশিকা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।

প্রথমে বলা হয়েছিল প্রত্যেক পাঠ্যক্রমে অষ্টম শ্রেণি পর্যন্ত হিন্দি ভাষা অবশ্যই করতে হবে কিন্তু আঞ্চলিক ভাষাকে প্রাধান্য হবে না বলে মনে করছিল, সেই রকমই কেন্দ্রের উপর বিরোধিতা শুরু করে বিরোধী রাজনৈতিক দল গুলো। এরপর চাপের মুখে থেকে সেই সিদ্ধান্ত বাতিলের করা হবে বলে জানা গেছে।
মোদি সরকারের মন্ত্রী জানিয়েছেন যে নয়া নির্দেশিকা জারি হয়েছিল, সেই নিদের্শিকা কার্যকর হচ্ছে না। যে রাজ্যের আঞ্চলিক ভাষা আছে সেই ভাষাকে প্রাধান্য দেওয়া হবে।

X