শিন্ডে কে ঝটকা দেবেন ফড়নবিশ? উদ্ধ্বব গোষ্ঠীর দাবির পর ফের চাঞ্চল্য মহারাষ্ট্রে

বাংলাহান্ট ডেস্ক : আবারও কী টালমাটাল হতে চলেছে মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি? মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের (Eknath Shinde) সঙ্গে থাকা শিবসেনার ৪০ বিধায়কের (Shivsena MLAs) মধ্যে ২২ জন বিধায়কই বিজেপিতে (BJP) যোগ দিতে চলেছেন। এমনই দাবি করেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের শিবিরের হাতে থাকা দলের মুখপাত্র সামনা। তাঁদের সম্পাদকীয়তে বলা হয়, একনাথ এখন নামেই মুখ্যমন্ত্রী। উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিসই সরকার চালাচ্ছেন। তাঁর কথাতেই উঠছে বসছে পুলিস-প্রশাসন।

গত জুনেই শিবসেনা ভেঙে ৪০ জন বিধায়ক নিয়ে বেরিয়ে এসে বিজেপির হাত ধরে মহারাষ্ট্রে সরকার গড়ছেন উদ্ধব মন্ত্রিসভার সদস্য একনাথ শিন্ডে। গোড়ায় ঠিক হয়, ১০৯ বিধায়কের দল বিজেপির ফড়ণবিশ হবেন মুখ্যমন্ত্রী। একনাথ হবেন উপমুখ্যমন্ত্রী। কিন্তু শপথ অনুষ্ঠানের আগেই বদলে যায় সমীকরণ। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশে মুখ্যমন্ত্রী হন ৪০ বিধায়কের নেতা একনাথ।

শুধু সামনার সম্পাদকীয়’র দাবি নয়, মহারাষ্ট্রে বিগত কয়েক মাসের রাজনীতি এবং সরকার পরিচালনার পদ্ধতি দেখে বিশেষজ্ঞ মহল মনে করছে সরকারে একনাথ এখন হাতের পুতুল মাত্র। সব ক্ষমতা বিজেপির ফড়ণবিশের হাতেই। ঘন ঘন দিল্লি গিয়ে রাজ্যের জন্য গুচ্ছ পরিকল্পনা নিয়ে আসছেন তিনি। তাঁর এখন তুমুল জনপ্রিয়তা। দল নির্বিশেষে বিধায়ক, সাংসদ থেকে সাধারণ মানুষ তাঁর কাছেই যাচ্ছেন সমস্ত দাবিদাওয়া নিয়ে। বণিক সমাজ, শিল্পপতিরা তাঁর অ্যাপয়েন্টমেন্ট পেতে মুখিয়ে থাকছেন। উপ মুখ্যমন্ত্রীর চেম্বারের বাইরে ভিজিটরের ভিড় নাকি সর্বক্ষণ লেগেই থাকছে।

ক’দিন আগে মুম্বইয়ের আন্ধেরি পূর্ব বিধানসভা আসনের উপনির্বাচন থেকে আচমকাই সরে দাঁড়ায় বিজেপি। একনাথ চেয়েছিলেন বিজেপিকে সঙ্গে নিয়ে লড়াই করবেন। তা আর হয়নি। কোমর বেঁধে লড়াই করে উদ্ধব শিবিরের শিবসেনাকে বধ করবেন। কিন্তু মুম্বই ক্রিকেট কন্ট্রোল বোর্ডের ভোটের অঙ্ক ছাড়াও একনাথকে চাপে রেখে তাঁর বিধায়কদের ভাঙিয়ে এবার নতুন সরকার গড়ার রাস্তা খুঁজছে বিজেপি। এমন দাবি তুলছেন অনেকেই। বাতাসে ঘুরে বেড়াচ্ছে সেই সম্ভাবনা।।


Avatar
Sudipto

সম্পর্কিত খবর