বাংলা হান্ট ডেস্ক: দীর্ঘ ১২৮ বছর পর অলিম্পিকে ফের ক্রিকেটের প্রত্যাবর্তন হতে চলেছে। ইতিমধ্যেই ২০২৮ সালের অলিম্পিকে (2028 Summer Olympics) ক্রিকেট অন্তর্ভুক্ত করা হয়েছে। যার জন্য এবার ভেন্যুও ঘোষণা করা হল। গত মঙ্গলবার ICC ঘোষণা করেছে যে, সমস্ত ম্যাচগুলি আমেরিকার দক্ষিণ ক্যালিফোর্নিয়ার পোমোনা শহরে একটি বিশেষভাবে নির্মিত অস্থায়ী মাঠে সম্পন্ন হবে।
২০২৮ সালের অলিম্পিকে (2028 Summer Olympics) কোথায় খেলা হবে ক্রিকেট ম্যাচ:
ওই স্থানটি লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। ফেয়ারপ্লেক্স নামে পরিচিত, ৫০০ একর ওই এলাকাটি ১৯২২ সাল থেকে লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেলার আয়োজন করে আসছে। জানিয়ে রাখি যে ২০২৮ সালের অলিম্পিকে (2028 Summer Olympics) ৬ টি দল অংশগ্রহণ করবে। ১৯০০ সালে শেষবারের মতো অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করা হয়েছিল।
যেখানে গ্রেট ব্রিটেন এবং ফ্রান্স প্রতিযোগিতায় অংশ নেয়। এদিকে, এবার অলিম্পিকের (2028 Summer Olympics) প্রতিটি ক্রিকেট ম্যাচ T20 ফরম্যাটে খেলা হবে। যেখানে পুরুষ ও মহিলা বিভাগে ৬টি করে দল অংশগ্রহণ করবে। প্রতিটি দলে ১৫ জন করে খেলোয়াড় থাকবেন। তবে, কীসের ভিত্তিতে দলগুলি অলিম্পিকে ক্রিকেটের জন্য যোগ্যতা অর্জন করবে তা এখনও জানা যায়নি।
আরও পড়ুন: বাংলাদেশের “আত্মঘাতী” পদক্ষেপ! ভারত থেকে এই জিনিসের আমদানিতে নিষেধাজ্ঞা ইউনূস সরকারের
এদিকে, ২০২৮ সালের অলিম্পিকের (2028 Summer Olympics) ভেন্যু ঘোষণা করে ICC চেয়ারম্যান জয় শাহ বলেন যে, ২০২৮ সালের অলিম্পিকের জন্য ক্রিকেট ভেন্যুর ঘোষণাকে তিনি স্বাগত জানান। ক্রিকেটকে বিশ্ব মঞ্চে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি একটি বড় পদক্ষেপ বলেও জানান তিনি।
আরও পড়ুন: বারংবার কোচের সাথে “ঝামেলা”! সুপার কাপের নায়ক ক্লেটনের সাথে সম্পর্ক ছিন্ন করল ইস্টবেঙ্গল
জানিয়ে রাখি যে, ২০২৮ সালের অলিম্পিকে (2028 Summer Olympics) ক্রিকেট ছাড়াও আরও ৪ টি খেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে বেসবল/সফটবল, ফ্ল্যাগ ফুটবল, ল্যাক্রোস (সিক্স) এবং স্কোয়াশ। এর আগে, ২০২৪ সালে সম্পন্ন হওয়া পুরুষদের T20 বিশ্বকাপের জন্য আমেরিকাতে কিছু অস্থায়ী স্টেডিয়াম তৈরি করা হয়েছিল। যার মধ্যে অন্যতম হল নিউ ইয়র্কের নাসাউ ক্রিকেট গ্রাউন্ড। যেখানে ভারত-পাকিস্তান ম্যাচটি সম্পন্ন হয়। সেটিও একটি অস্থায়ী ক্রিকেট গ্রাউন্ড ছিল। এদিকে, ২০৩২ সালের ব্রিসবেন অলিম্পিকেও ক্রিকেট অন্তর্ভুক্ত হবে বলে অনুমান করা হচ্ছে।