৬ দশকে প্রথম, ভয়াবহ বন্যার কবলে বিশ্বের ম্যানুফ্যাকচারিং হাব! চিনে বিপদে কোটি কোটি মানুষের

বাংলা হান্ট ডেস্ক : টানা ভারী বৃষ্টির জেরে বিপর্যস্ত চিন (China)। চিনের দক্ষিনাঞ্চলীয় প্রদেশ গুয়াংডং (Guangdong) ও তার আশপাশ অঞ্চলে তৈরি হয়েছে বন্যা (Flood) পরিস্থিতি। সূত্রের খবর, ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৪ জন, নিখোঁজ রয়েছেন ১০ জন। সেই সাথে কয়েক লক্ষ মানুষের জীবন এখনও বিপন্ন। গোটা এলাকাজুড়ে জরুরী অবস্থা জারি করেছে চিনের প্রশাসন।

সূত্রের খবর, গত ৬৫ বছরের মধ্যে সবচেয়ে ভারী বৃষ্টিপাত হয়েছে চিনে। ইতিমধ্যেই জলের নিচে তলিয়ে গেছে পার্ল নদীর পাদদেশে অবস্থিত পার্ল রিভার ডেল্টার বিশাল এলাকা। বৃষ্টির সর্বোচ্চ প্রভাব দেখা গেছে গুয়াংডংয়ের রাজধানী গুয়াংজুতে। প্রায় ১.২৫ লক্ষ মানুষকে স্থানান্তরিত করেছে চিন। সেই সাথে ২৬ হাজার মানুষকে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ১৯৫৯ সালের পর গুয়াংজুতে এই প্রথম এত বৃষ্টি হয়েছে। চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া সূত্রে খবর, ঝাওকিং শহরে তিনজনের মৃত্যু হয়েছে। একজনের মৃত্যু হয়েছে শাওগুয়ান শহরে। গোটা এলাকাজুড়ে পরিস্থিতি এমন যে, শহরের রাস্তায় নামানো হয়েছে নৌকা। উল্লেখ্য, এপ্রিলে গুয়াংজুতে ৬০.৯ সেমি বৃষ্টিপাত হয়েছে।

আরও পড়ুন :Jio-কে টেক্কা দিয়ে এগিয়ে গেল Airtel! সস্তার প্রিপেইড প্ল্যানে মিলছে আনলিমিটেড

সূত্রের খবর, গুয়াংজুর পাশাপাশি প্রতিবেশী জিয়াংসি প্রদেশেও ধ্বংসযজ্ঞ চালিয়েছে প্রবল বৃষ্টি। সেখান থেকেও ৪৬০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রাস্তাঘাট, ঘরবাড়ির পাশাপাশি ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই প্রদেশে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪১ মিলিয়ন ইউয়ান‌।

আরও পড়ুন :বিজেপি প্রার্থীর প্রচারে দেদার পকেটমারি, খোয়া গেল হাজার হাজার টাকা

এখানে বলে রাখা ভালো, গুয়াংডংকে বিশ্বের সবচেয়ে বড় ম্যানুফ্যাকচারিং হাব বলা হয়। এখানে একাধিক বড় বড় মাপের উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে‌। বৃষ্টির কারণে এই সমস্ত কারখানাতেও ব্যাপক ক্ষতি হয়েছে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর