বাংলাহান্ট ডেস্ক : ছিলেন সামান্য এক কল মিস্ত্রি। তবে লটারিতে (Lottery) দেড় কোটি টাকা জিতে রাতারাতি ভাগ্য বদল হয়ে গেল তার। কল মিস্ত্রির এহেন ভাগ্য বদলে আনন্দে উদ্বেলিত গোটা গ্রাম। পেশায় কল মিস্ত্রি হরিয়ানার (Haryana) সিরসার বাসিন্দা মঙ্গল লটারিতে দেড় কোটি টাকা জিতে হয়ে গেলেন কোটিপতি। একটি ভাড়া বাড়িতে স্ত্রী ও এক কন্যাকে নিয়ে বাস মঙ্গলের।
লটারি (Lottery) কেটেই বাজিমাত
বহুদিন ধরেই মঙ্গল ভাগ্য বদলের আশায় কেটে আসছেন লটারির টিকিট। গত ৫-৬ বছরের ‘চেষ্টায়’ অবশেষে ভাগ্যের শিকে ছিঁড়ল মঙ্গলের। মঙ্গল জানান, অন্যান্য দিনের মতো বুধবার সন্ধ্যায় তিনি দোকানে গিয়েছিলেন লটারির (Lottery) টিকিট মেলাতে। প্রথমে বিশ্বাসই করতে পারেননি যে তিনিই জিতে নিয়েছেন লটারির প্রথম পুরষ্কার (Prize) দেড় কোটি টাকা।
আরোও পড়ুন : ভেঙে গুঁড়িয়ে দিন…! বিল্ডিং বিভাগকে কড়া নির্দেশ মেয়রের! ‘হাকিমের হুকুমে’ তোলপাড়
বারংবার মিলিয়ে দেখতে থাকেন টিকিট। মুহূর্তে মঙ্গলের লটারি জেতার খবর ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে।গ্রামবাসীরা ঢাক-ঢোল পিটিয়ে স্বাগত জানান মঙ্গলকে। তাকে নিয়ে রীতিমত উৎসবে মাতেন পড়শীরা। চলে মিষ্টি মুখ। সদ্য কোটিপতি হওয়া মঙ্গল জানিয়েছেন, ‘‘এই টাকা দিয়ে প্রথমে নিজেদের মাথা গোঁজার ঠাঁই পাকা করব। একটা সুন্দর বাড়ি বানাব। বাকি টাকা সঞ্চয় করে রাখব।’’
মঙ্গলের স্ত্রী বন্দনা বলেন, “মঙ্গল গত কয়েক বছর ধরে লটারির টিকিট কিনছেন। এবার যে লটারি জিতলো। যখন থেকে সে লটারি জিতেছে, তখন থেকেই নিজের বাড়ি এবং আমাদের মেয়ের ভবিষ্যত নিয়ে ভাবছে।” মঙ্গলের এক প্রতিবেশীর কথায়, “আমি খুব খুশি যে মঙ্গল একটি লটারি জিতেছে। দেড় কোটি রুপি জেতায় তাকে অভিনন্দন জানাই এবং তার একটি সমৃদ্ধ ভবিষ্যত কামনা করছি।”