বন্ধু দেশ ভুটানের উদ্দেশ্যে কোভিশিল্ডের ১.৫ লক্ষ ডোজ পাঠাল ভারত, দেখুন ভিডিও

বাংলাহান্ট ডেস্কঃ ভুটানের (bhutan) উদ্দেশ্যে পাড়ি দিল ভারতের (india) কোভিশিল্ড (covishield)। করোনা মহামারিরকালে নানান প্রয়োজনীয় ওষুধপথ্য এবং চিকিৎসা সরঞ্জাম দিয়ে সাহায্য করার পর ভুটানকে এবার করোনা ভ্যাকসিন উপহার দিল ভারত। পাঠানো হল কোভিশিল্ডের ১.৫ লক্ষ ডোজ।

ভারত একমাত্র দেশ, যেখানে একসঙ্গে দুটো করোনা ভ্যাকসিনকে মান্যতা দেওয়া হয়েছে। একদিকে সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড এবং অন্যদিকে ভারত বায়োটেকের কোভ্যাকসিন (Covaxin)। সেরাম ইনস্টিটিউটের এই কোভিশিল্ড ট্রায়ালের তিনটি ধাপেই উত্তীর্ণ হয়েছে। তবে ট্রায়ালের এই তিনটি ধাপ পার করার আগেই কোভ্যাক্সিনকে জরুরী ভিত্তিতে ছাড়পত্র দেওয়া হয়েছিল।

ভারতে এই ভ্যাকসিনের গণটিকাকরণ শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন দেশ ভারতের কাছে এই ভ্যাকসিনের সাহায্য চেয়েছে। তার মধ্যে বেশ কয়েকটি প্রতিবেশি বন্ধু দেশের ডাকে সাড়া দিয়েছে ভারত সরকার। ভুটান, বাংলাদেশ, মালদ্বীপ, নেপাল, মায়ানমার এবং সিসেলসকে ভ্যাকসিন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত।

এই ৬ টি দেশের মধ্যে ইতিমধ্যেই ভুটানের উদ্দেশ্যে রওনা হয়ে পড়েছে ভারতের কোভিশিল্ড। বুধবার সকালে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভুটানের থিম্পুর উদ্দেশ্য রওনা হয়েছে করোনা ভ্যাকসিন। আর বুধবারই ভুটানে পৌঁছে যাবে এই কোভিশিল্ড। সাহায্য প্রার্থী দেশের মধ্যে ভুটানেই প্রথম পাঠানো হচ্ছে করোনা ভ্যাকসিন।

আবার অন্যদিকে জানা গিয়েছে, ভারতের পক্ষ থেকে কোভিশিল্ডের ২ মিলিয়ন বা ২০ লক্ষ ডোজ টিকা উপহার স্বরূপ তুলে দেওয়া হবে পড়শি দেশ বাংলাদেশের হাতে। নয়াদিল্লী থেকে পাঠানো এই বিশেষ একপ্রকার জীবনদায়ী উপহার একটি বিশেষ বিমানে ২০ শে জানুয়ারী অর্থাৎ আজই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে যাবে।

ad

Smita Hari

সম্পর্কিত খবর