বাংলা Hunt :বেনারস থেকে এবার সদস্য অভিযান এর শুভ সূচনা করেছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী। সেই মতন সারা দেশে সদস্য পদ অভিযান চলছে বিজেপি এবং মূলত বাংলা কে মূল টার্গেট করেছে বিজেপি। এবার নয়া কৌশল তৈরি করেছে রাজ্য বিজেপি, সভাপতি দিলীপ ঘোষ বলেন আমরা এ বছর১ কোটি সদস্য পদ করব কিন্তু প্রায় দুই সপ্তাহ তে গেল এখনো সূত্র মারফত জানা যাচ্ছে ৫০% পূরণ করতে পারেনি রাজ্য বিজেপি।
দিকে দিকে জেলায় জেলায় ব্লকে ব্লকে সদস্য অভিযানের জন্য রাস্তায় নেমেছে বিজেপি নেতৃত্ব আর মাত্র কিছুদিন বাকি সেই পরিপ্রেক্ষিতে তারা সদস্যপদ পূরণ করতে পারবে কিনা এখন দেখার বিষয়,কারণ সাম্প্রতিক যেভাবে বিজেপি সদস্য সংখ্যা বাড়ছে তাতে উজ্জীবিত রাজ্য বিজেপি এখন দেখার বিষয় রাজ্য বিজেপি তাদের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারে কিনা।
এদিকে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে তারা জোর করে মানুষকে ভয় দেখিয়ে সদস্যপদ গ্রহণ করাতে চাইছে কিন্তু বিজেপি পাল্টা জানিয়েছে তারা এই রকম মিথ্যে এবং অমানবিক রাজনীতির সাথে যুক্ত নয় বা প্রস্তুত নয়।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার