বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে লটারিতে (Lottery) কোটি টাকা জিতে কোটিপতি হওয়ার খবর প্রায়শই শুনতে পাই আমরা। এমনকি, আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তেও এহেন ঘটনা মাঝেমধ্যেই পরিলক্ষিত হয়। সেই রেশ বজায় রেখেই এবার উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরে ফের এহেন ঘটনা সামনে এল।
জানা গিয়েছে, গত শনিবার সেখানে কোটি টাকার লটারি জিতেছেন এক ব্যক্তি। যদিও, লটারি বিক্রেতার খোঁজ না মিললেও এই খবর পাওয়ার পরই সেজে উঠেছে লটারির দোকানটি। ফুল এবং আলো দিয়ে সাজিয়ে ফেলা হয় দোকানটিকে। এমতাবস্থায়, জানা গিয়েছে কোটি টাকা জেতার পর নিরাপত্তার স্বার্থেই নিজের পরিচয় গোপন রেখেছেন বিজেতা।
উল্লেখ্য যে, লটারির ওই দোকানটিতে এর আগেও বিপুল অঙ্কের টাকা জিতেছেন অনেকেই। মূলত, এর আগেই ওই দোকান থেকে একাধিকবার ৫০ লক্ষ টাকার লটারি লাগলেও এই প্রথম একদম কোটি টাকার লটারি জিতলেন বিজেতা। এই প্রসঙ্গে ওই লটারি দোকানের মালিক তথা সাবস্টকিস্ট জয়দেব সাহা জানিয়েছেন যে, “এর আগে এখান থেকেই তিন-চার বছর আগে ৩ বার ৫০ লক্ষ টাকার লটারি লেগেছিল। কিন্তু, কোটি টাকার লটারি এই প্রথম এল।”
এমতাবস্থায়, যিনি বিজেতা তাঁর বাড়িও নিকটবর্তী এলাকায় বলে জানা গিয়েছে। পাশাপাশি, জয়দেব বাবু আরও জানিয়েছেন, এইভাবে কোটি টাকা জেতার বিষয়টিতে সত্যিই তিনি আনন্দিত। শুধু তাই নয়, এই ঘটনার জেরে পরবর্তীকালে লটারি বিক্রির হার আরও বৃদ্ধি পেতে পারে বলে মনে করেছেন তিনি। এমতাবস্থায়, এই খবর সামনে আসতেই তিনি নিজের দোকান সাজিয়ে ফেলেন। পাশাপাশি, মিষ্টি বিতরণের পাশাপাশি রবিবার পিকনিকের পরিকল্পনাও করে ফেলেছেন জয়দেব বাবু।