জীবনের ঝুঁকি নিয়ে কাঁকড়া ধরে চলে সংসার, রাতারাতি বনে গেলেন কোটিপতি

বলা হয়, ভাগ্যের চাকা কার কখন কীভাবে ঘুরে যায় তা কেউই বলতে পারে না। ফের একবার এমনই ঘটনা ঘটল পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর এক যুবকের সাথে। সুন্দরবনের নদী নালায় প্রাণ হাতে করে নিয়ে কাঁকড়া ধরে পেট চালানো এক যুবক রাতারাতি হয়ে গেলেন কোটিপতি।

IMG 20201208 144643

দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার চড়াবিদ্যা এলাকার কুমড়াখালি গ্রামের বাসিন্দা সুভাষ দলুই এর সাথে ঘটেছে এমনটাই। মাত্র ৬ টাকার টিকিট কেটে কোটি টাকার আর্থিক পুরস্কার পেয়েছেন তিনি।

সুভাষ হতদরিদ্র এক মৎস্যজীবি। বাঘের ভয় উপেক্ষা করেই তিনি সুন্দরবন অঞ্চলের নদীতে ও খাঁড়িতে মাছ ধরেন। গত মঙ্গলবার স্থানীয় সরবেড়িয়া বাজার থেকে তিনি টিকিট টি কাটেন। সাপ্তাহিক এই লটারির টিকিটটির দৌলতেই ফিরে যায় ভাগ্যের চাকা।

বুধবার তিনি যখন এই লটারি জয়ের কথা জানতে পারেন তখন তা বিশ্বাসই করতে পারছিলেন না সুভাষ। এরপর এক যুবক তাঁর সামনে ওয়েবসাইটে টিকিটের নম্বর মিলিয়ে তাকে নিশ্চিত করেন। এই জয়ের পরেই আনন্দে আত্মহারা হয়ে পড়েন সুভাষ৷ খবর চাউর হতেই আশেপাশের লোকজন ভিড় জমাতে শুরু করে তার বাড়িতে।

হত দরিদ্র এই মৎস্য জীবির পরিবারে স্ত্রী, চার সন্তান, আর অসুস্থ বৃদ্ধ বাবা-মা আছেন। এতবড় পরিবার চালাতে বেশ অসুবিধাই হতো তার। এবার তিনি সবার মুখে খাবার তুলে দিতে পারবেন। ছেলে মেয়েদের পড়াশোনার খরচ জোগাতে পারবেন এবং নিজের ভাঙা বাড়িটা সারিয়ে নিয়ে পারবেন,৷ আবেগে ভেসে গিয়ে জানিয়েছেন সুভাষ।

 

 

সম্পর্কিত খবর