কাশ্মীরে ফের আক্রান্ত হিন্দু পণ্ডিত, দুই ভাইয়ের উপর হামলা জঙ্গিদের! একজনের মৃত্যু

বাংলাহান্ট ডেস্ক : আরও একবার রক্তাক্ত হলো ভূস্বর্গ। মঙ্গলবার জম্মুর (Jammu) শেপিয়ানের আপেল বাগানে ভারতীয়দের উপর গুলিবর্ষণ করলো সন্ত্রাসবাদীরা (Terrorist)। এই হামলায় মৃত্যু হয়েছে এক কাশ্মীরি পণ্ডিতের। আহত হয়েছেন আরও একজন। আহত ব্যক্তি এই মুহুর্তে হাসপাতালে চিকিৎসাধীন। এলাকা ঘিরে ফেলা হয়েছে পুলিশে।

পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম সুনীল কুমার। আহত ব্যক্তির নাম পিন্টু কুমার। জানা যাচ্ছে, তাঁরা দু’ভাই। আপেল ক্ষেতে কাজ করেন দু’জনে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বলে খবর। জম্মু-কাশ্মীরের বিজেপি সভাপতি রবিন্দ্র রোনা বলেন, ‘পাকিস্তান কাশ্মীরকে কবরস্থান বানাতে চায়। কিন্তু আমরা ওদের পরিকল্পনাকে সফল হতে দেবো না। শেপিয়ান এলাকায় কাশ্মীরি পণ্ডিতদের নিশানা করা জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। অপরাধীদের অবশ্যই শাস্তি দেওয়া হবে।

IMG 6751 8 5 2022 15 7 5 2 1 729PSC9O

এআইএমআইএম প্রধান আসাউদ্দিন ওয়াইসি এই প্রসঙ্গে বলেন, ‘ কাশ্মীরে এলজিকে বিজেপি নিযুক্ত করেছে। এই ঘটনা প্রমাণ করে দিচ্ছে কেন্দ্রীয় সরকার কাশ্মীরের শাসন ব্যবস্থা বজায় রাখতে সম্পূর্ণ ব্যর্থ। ধারা ৩৭০ অবলুপ্ত করে কোন লাভ হয়নি। এটা কাশ্মীরি পণ্ডিতদের উপর প্রথমবার হামলা নয়। কাশ্মীরি পণ্ডিতরা এখন কাশ্মীর ছাড়তে চাইছেন।

এই হামলার আগেই ১২ আগস্ট শুক্রবার আতঙ্কবাদীরা একটি ‘টার্গেট কিলিং’ করে। বান্দিপোড়ায় অকাশ্মীরি এক দিন মজুরের উপর গুলি চালায়। আহত সেই দিন মজুর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

অপরদিকে স্বাধীনতা দিবসের পরপরই আর এক জঙ্গি হানায় কেঁপে উঠল কাশ্মীর (Kashmir)। জঙ্গিদের ছোঁড়া গ্রেনেডে শহিদ হলেন এক পুলিশ কর্মী। আহত অবস্থায় হাসপাতালে ভরতি রয়েছেন আরও একজন পুলিশ কর্মী। সোমবার শ্রীনগর এবং কুলগামে কয়েক ঘণ্টার ব্যবধানে দুটি জঙ্গি হামলা হয়েছে বলে জানা গিয়েছে। আপাতত এলাকা ঘিরে রেখে তল্লাশি চালানো হচ্ছে বলে জানিয়েছে কাশ্মীর পুলিশ (Kashmir Police)।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর