বাংলাহাণ্ট ডেস্কঃ আমাদের প্রত্যেকের জীবনই নানা সমস্যায় পরিপূর্ন। জ্যোতিষ মতে আমাদের জন্মছক বা পূর্বজন্মের কোনো কারনে ঘটে এই সব সমস্যার সূত্রপাত। বিভিন্ন রত্ন ধারন করলে অনেকসময় এই সমস্যার থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু অর্থনৈতিক কারনে অনেক সময় এই বহু মূল্য রত্ন আমাদের পক্ষে ধরন করা সম্ভব হয় না। জ্যোতিষ বলে রত্ন ধারন না করতে পারলেও কিছু সাধারন নিয়ম মেনে চললেও এই দুর্ভাগ্যকে রুখে দেওয়া সম্ভব। এর আগে আমরা আপনার অর্থনৈতিক অবস্থা পরিবর্তন করে কিভাবে সুখ ও সমৃদ্ধিতে পরিবার ভরিয়ে তুলতে পারেন তার কথা বলেছি। আজ জানাবো কোনো সম্পত্তি বিক্রি করতে না পারলে জ্যোতিষ মতে কি কি করতে পারেন আপনি
- সোমবার বা শনিবার থেকে শুরু করে তেতাল্লিশ দিন ধরে আপনি কোনও শিব মন্দিরে পুজো দিন।পুজোর সময় দুটি আমণ্ড বাদাম দিন। পুজো শেয করে ফেরার সময় একটি নিয়ে ঘরে যান।তেতাল্লিশ দিন ধরে এটি করুন। তেতাল্লিশ দিন পরে, আপনার বাড়িতে সংগ্রহ করা বাদামগুলি নদী বা প্রবাহিত জলে ভাসিয়ে দিন।
- তেতাল্লিশ দিন গরুকে খাওয়ান তেতাল্লিশ দিন ধরে প্রতিদিন একটি গাভীকে সবুজ জাব বা চারা খাওয়ান। হিন্দুধর্ম অনুসারে গরুকে খাওয়ানো একটি পূণ্য কর্ম। এতেই হতে পারে আপনার ইচ্ছে পূরণ।
- প্রতিদিন আপনি খাবার রান্না করে একটি গাভীর কাছে প্রথম ভাগ এবং শেষ অংশটি একটি কুকুরের কাছে সরবরাহ করুন। কিন্তু এই খাবার যেন কিছুতেই বেঁচে যাওয়া বা ফেলে দেওয়া খাবার না হয়।
- মঙ্গলবার যে জমিটি আপনি বিক্রি করতে চান সেখানে একটি বেদানা গাছের চারা রোপণ করুন। সম্পত্তি বিক্রি হয়ে যাবে তাড়াতাড়ি
- শনিবার একুশ দানা কালো ছোলা নিয়ে তার উপর সরিষার তেল লাগিয়ে জমিটির কোথাও যত্ন করে ফেলে রাখুন। পরের দিন সকালে, সেগুলি সেখান থেকে তুলে প্রবাহিত জলে ভাসিয়ে দিন।
- ভৈরব মন্দিরে যান এবং একটি প্রদীপ জ্বালান। একটি শনিবার থেকে শুরু করুন এবং পরের শনিবার পর্যন্ত এটি করুন ফল মিলবেই।