বড়সড় তথ্য সামনে আনল কেন্দ্র! গ্রামীণ এলাকায় প্রতি মাসে ১ লক্ষ নতুন গ্রাহক যুক্ত হচ্ছেন BSNL-এর সাথে

বাংলা হান্ট ডেস্ক: কয়েক বছর আগে পর্যন্তও আমাদের দেশে ফোন মারফত যোগাযোগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত BSNL (Bharat Sanchar Nigam Limited)। যদিও, বিগত বছরগুলিতে এই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা প্রাইভেট টেলিকম সংস্থাগুলির দাপটে অনেকটাই পিছিয়ে পড়ে প্রতিযোগিতায়। এমনকি, যুগের সাথে তাল মিলিয়ে গ্রাহকদের পরিষেবা প্রদানের দিক থেকেও BSNL পিছিয়ে রয়েছে। অন্যান্য টেলিকম সংস্থাগুলি যখন আমাদের দেশে 5G পরিষেবা শুরু করে দিয়েছে সেখানে BSNL এখনও 4G-ই চালু করতে পারেনি।

তবে, এইসমস্ত প্রতিবন্ধকতা থাকা সত্বেও সাম্প্রতিক মাসগুলিতে BSNL অনেকটাই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। পাশাপাশি, ফের এই রাষ্ট্রায়ত্ত সংস্থা জনপ্রিয়তাও অর্জন করছে। মূলত, বিভিন্ন সরকারি সাহায্যগুলিকে সঠিকভাবে কাজে লাগিয়ে যুগোপযোগী পরিকাঠামো তৈরি করছে তারা। পাশাপাশি, বাজারে টিকে থাকতে প্রায়শই বিভিন্ন লোভনীয় রিচার্জ প্ল্যান সামনে এনে গ্রাহকদের আকৃষ্টও করছে।

ঠিক সেই আবহেই এবার BSNL সম্পর্কে এক চমকপ্রদ তথ্য সামনে এল। ইতিমধ্যেই সরকারের তরফে জানানো হয়েছে যে, গ্রামীণ এলাকায় প্রতি মাসে ১ লক্ষ নতুন গ্রাহক তৈরি করছে BSNL। অর্থাৎ, সামগ্রিকভাবে যত দিন যাচ্ছে ততই গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এই সংস্থার। এই প্রসঙ্গে সম্প্রতি কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সংসদে জানিয়েছেন যে, BSNL প্রতি মাসে ১ লক্ষেরও বেশি ফ্যামিলি কানেকশন নিজের সাথে যুক্ত করছে।

পাশাপাশি, এই কানেকশনগুলিতে মাসিক ডেটা খরচের পরিমান প্রায় ১২০ জিবি পর্যন্ত পৌঁছেছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। এছাড়াও, খুব শীঘ্রই BSNL 4G নেটওয়ার্ক পরিষেবা গ্রাহকদের জন্য উপলব্ধ করবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে, 4G শুরু হওয়ার প্রসঙ্গে টেলিকম সেক্রেটারি কে রাজারামন জানিয়েছেন যে, BSNL টাটা কনসাল্টেন্সি সার্ভিসের নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের সহযোগিতায় শীঘ্রই 4G পরিষেবা শুরু করবে।

bsnl

এর পাশাপাশি রাজারামন বলেছেন, সমগ্ৰ দেশে BSNL-এর 4G পরিষেবা শুরু করতে ১৮ থেকে ২৪ মাস সময় লাগবে। সর্বোপরি, BSNL এই পরিষেবার মাধ্যমে দেশের সেইসব গ্রামগুলিতে পৌঁছানোর চেষ্টা করবে যেখানে উচ্চ-গতির ব্রডব্যান্ডের অ্যাক্সেস নেই। এদিকে, গ্রামে BSNL-এর 4G পরিষেবা শুরুর প্রসঙ্গে টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বর্তমান সময়ে গ্রামগুলি অর্থনৈতিক বৃদ্ধির জন্য যথাযথ পরিকাঠামো গড়ে তুলতে সচেষ্ট হয়েছে। এক্ষেত্রে একটি ক্রমবর্ধমান নতুন মডেলকে কাজে লাগানো হচ্ছে। এমতাবস্থায়, আগামী মাসগুলিতে সরকারি এই প্রচেষ্টার এবং BSNL-এর সামগ্রিক কাজের ফলাফল দেখা যাবে বলেও আশাবাদী কেন্দ্রীয় মন্ত্রী।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর