বাংলাহান্ট ডেস্ক : জীবনে সুখ ও স্বাচ্ছন্দের জন্য প্রতিটি মানুষ প্রতিদিন পরিশ্রম করে চলেছেন। তবে সবসময় পরিশ্রম অনুযায়ী মেলে না ফল। জীবনে কখনো কখনো এমন পরিস্থিতি আসে যখন আর্থিক সমস্যা আমাদের জীবন নাজেহাল করে তোলে। তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী প্রাচীন কিছু টোটকা অবলম্বন করলে মিলতে পারে দারুন ফল। মুক্তি মিলতে পারে আর্থিক সঙ্কট থেকে।
মাত্র ১ টাকার মুদ্রা (1 Rupee Coin) বদল আনতে পারে আপনার জীবনে। জ্যোতিষ বিশারদরা বলছেন, কোনও জাতকের কুণ্ডলীতে সমস্যা বা বাস্তু দোষের কারণে সৃষ্টি হয় আর্থিক সমস্যার। মাত্র ১ টাকার কয়েনের (1 Rupee Coin) টোটকা আপনাকে আর্থিক স্বচ্ছলতা দেওয়ার পাশাপাশি দেবে মানসিক স্থিতিলতা।
১ টাকার মুদ্রায় (1 Rupee Coin) ভাগ্য বদল:
এই টোটকার জন্য এক মুঠো পরিষ্কার চালে ১ টাকার একটি কয়েন (1 Rupee Coin) দিয়ে চলে যান মন্দিরে। মন্দিরে ঈশ্বরের কাছে জানান আপনার মনস্কামনা আর মুদ্রাটি রেখে দিয়ে আসুন মন্দিরের যেকোনো একটি কোণে। শুধু আর্থিক সমস্যা নয়, এই টোটকা পালন করলে দূর হবে সাংসারিক সমস্যাও।
আরোও পড়ুন : শুধু কাঁচা হলুদ নয়! সাথে রাখুন এই ১টি উপাদান, প্রতিদিন সকালে খেলেই শরীরে আমূল পরিবর্তন!
যারা আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি করতে চাইছেন তারা শুক্রবার মা লক্ষ্মী বা গণেশের পুজো করে কেশর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিন মাটির বা পিতলের কলসে। সেই কলসে একটি ১ টাকার মুদ্রা রেখে স্থাপন করুন একটি চৌকিতে। প্রতিদিন এই কলসের পুজো করলে বাড়বে আর্থিক স্বচ্ছলতা ও সুখ বিরাজ করবে সংসারে।
ময়ূরের পালকের সাথে ১ টাকার একটি কয়েন যদি পকেটে রাখা যায় তাহলে সর্বদা ভাগ্য থাকবে আপনার সহায়ে। বাস্তুদোষ খন্ডন করতে রোজ সন্ধ্যায় বাড়ির মূল দরজার কোণে ঘিয়ের চারমুখী প্রদীপ জ্বালাতে পারেন। সেই প্রদীপের মধ্যে রাখতে পারেন ১ টাকার কয়েন। বাড়ির নেতিবাচক শক্তি ক্ষয় হওয়ার সাথে সাথে দারিদ্রতা দূর হবে সংসার থেকে।