Fixed Deposit করেই হয়ে যান মালামাল! SBI সহ এই ১০ টি ব্যাঙ্ক দিচ্ছে বাম্পার সুদ, দেখুন তালিকা

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করার ক্ষেত্রে ব্যাঙ্কগুলি দুর্দান্ত সুদের হার প্রদান করছে। যার মধ্যে রয়েছে দেশের সবথেকে বড় ব্যাঙ্ক SBI (State Bank Of India)-ও। এমতাবস্থায়, আপনিও যদি ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করার পরিকল্পনা করে থাকেন সেক্ষেত্রে এই খবরটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে।

SBI (State Bank Of India) সহ এই ১০ টি ব্যাঙ্ক দিচ্ছে বাম্পার সুদ:

আসলে, এখন দেশের বড় বড় সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলি তাদের গ্রাহকদের জন্য FD-তে বাম্পার সুদের রিটার্ন দিচ্ছে। ইকোনমিক টাইমসে প্রকাশিত একটি রিপোর্ট অনুসারে, এই ব্যাঙ্কগুলিতে গ্রাহকরা ১ বছরের FD-তে সর্বোচ্চ ৭.৭৫ শতাংশ পর্যন্ত সুদ পাচ্ছেন। বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে সেই ১০ টি ব্যাঙ্কের প্রসঙ্গ উপস্থাপিত করছি যেগুলি গ্রাহকদের সর্বোচ্চ সুদ দিচ্ছে।

10 banks including State Bank of India offering bumper interest.

মিলছে প্রায় ৮ শতাংশ পর্যন্ত সুদ: প্রথমেই জানিয়ে রাখি যে, DCB ব্যাঙ্ক তার সাধারণ গ্রাহকদের ১ বছরের FD-র ক্ষেত্রে ৭.২৫ শতাংশ এবং সিনিয়র সিটিজেন গ্রাহকদের জন্য ৭.৭৫ শতাংশ সুদ উপলব্ধ করেছে। অপরদিকে, তামিলনাড মার্কেন্টাইল ব্যাঙ্ক তার সাধারণ গ্রাহকদের ১ বছরের FD-তে ৭.২৫ শতাংশ সুদ দিচ্ছে এবং সিনিয়র সিটিজেন গ্রাহকদের ৭.৭৫ শতাংশ সুদ উপলব্ধ করেছে। এর পাশাপাশি কানাড়া ব্যাঙ্ক তার সাধারণ গ্রাহকদের ১ বছরের FD-র ওপর ৭ শতাংশ এবং সিনিয়র সিটিজেন গ্রাহকদের ৭.৫০ শতাংশ সুদ প্রদান করছে।

আরও পড়ুন: “আতঙ্কিত হবেন না”, শেয়ার বাজারে ক্রমাগত পতনের আবহেই অভয়বাণী নির্মলার, জানালেন…..

বাম্পার রিটার্ন দিচ্ছে RBL ব্যাঙ্ক: অন্যদিকে, কর্ণাটক ব্যাঙ্ক তার সাধারণ গ্রাহকদের ১ বছরের FD-র ক্ষেত্রে ৭ শতাংশ সুদ এবং সিনিয়র সিটিজেন গ্রাহকদের ৭.৪০ শতাংশ সুদ দিচ্ছে। এর পাশাপাশি ডয়েচে ব্যাঙ্ক তার সাধারণ গ্রাহকদের ১ বছরের FD-তে একই সুদ দিচ্ছে এবং সিনিয়র সিটিজেন গ্রাহকদের ক্ষেত্রেও সুদের হার থাকছে ৭.৪০ শতাংশ। তবে, RBL ব্যাঙ্ক তার সাধারণ গ্রাহকদের ১ বছরের FD-র ওপর ৭ শতাংশ এবং সিনিয়র সিটিজেন গ্রাহকদের জন্য ৭.৫০ শতাংশ সুদ উপলব্ধ করছে।

আরও পড়ুন: সর্বনাশ! ভারতের সঙ্কট তৈরি করে খেলা ঘুরিয়ে দিল চিন, সামনে বড়সড় বিপদের আশঙ্কা

SBI (State Bank Of India) দিচ্ছে ৭ শতাংশের বেশি সুদ: এদিকে, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার সাধারণ গ্রাহকদের ১ বছরের FD-তে ৭ শতাংশ সুদ দিচ্ছে এবং সিনিয়র সিটিজেন গ্রাহকদের ৭.৫০ শতাংশ সুদ দিচ্ছে। অন্যদিকে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank Of India) তার সাধারণ গ্রাহকদের ৬.৮০ শতাংশ সুদ এবং সিনিয়র সিটিজেন গ্রাহকদের ৭.৩০ শতাংশ সুদ দিচ্ছে। এছাড়াও ব্যাঙ্ক অফ বরোদা এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার সাধারণ গ্রাহকদের ১ বছরের FD-র ক্ষেত্রে ৬.৭৫ শতাংশ সুদ এবং সিনিয়র সিটিজেন গ্রাহকদের ৭.২৫ শতাংশ সুদ উপলব্ধ করছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর