কোটি কোটি টাকার পর এবার কলকাতায় উদ্ধার ১০ কোটির হেরোইন!

বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা (Kolkata) শহরে কি ক্রমশ বেড়ে চলেছে মাদকের পাচার? মাদকে কি আসক্ত হয়ে পড়েছে আমাদের যুব সমাজ? এ সম্পর্কিত একাধিক প্রশ্ন উঠে এসেছে আর গতকাল খোদ শহরের বুকে প্রায় ১০ কোটি টাকার মাদক উদ্ধার করার পর এ বিষয়টি নিয়ে চিন্তা যে ক্রমশ বেড়ে চলেছে, তা বলাবাহুল্য। গতকাল তল্লাশি চালিয়ে আড়াই কেজি হেরোইন (Heroin) উদ্ধার করে শুল্ক দপ্তর। ইতিমধ্যে এই ঘটনায় দুজনকে গ্রেফতারের করার পাশাপাশি বাকিদের উদ্দেশ্যে খোঁজ চালানো শুরু হয়ে গিয়েছে।

এলাকায় মাদক পাচার চলতে পারে, এ সংক্রান্ত খবর পেয়ে তৎপর হয়ে ওঠে শুল্ক দপ্তর। এরপরে তেঘরিয়া এলাকায় তল্লাশি চালিয়ে এক ব্যক্তিকে পাকড়াও করে তারা। পরবর্তীতে তার কাছে ৯৯৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয় এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে অপর এক ব্যক্তির সন্ধান পায় অফিসাররা। সেই মাদক পাচারকারীর কাছ থেকে এক কেজি ৬২৭ গ্রামের কাছাকাছি হেরোইন উদ্ধার করা হয়েছে বলে খবর। সব মিলিয়ে মোট ১০ কোটি টাকার মাদক উদ্ধার হয়েছে। এই পরিমাণ মাদক এলো কোথা থেকে কিংবা এর পিছনে আরও বড় কোন পরিকল্পনা রয়েছে কিনা, সে দিকটি খতিয়ে দেখা হচ্ছে।

ইতিমধ্যেই দুই অভিযুক্তকে পাকড়াও করেছে শুল্ক দপ্তর। তাদের অনুমান, এই ঘটনায় আরো অনেকে জড়িত থাকতে পারে। এক্ষেত্রে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদেরর মাধ্যমে বাকিদের নাম উঠে আসবে বলে মনে করা হচ্ছে। মাদক পাচারের ঘটনা অবশ্য এ প্রথম নয়, কয়েক মাস পূর্বেই গার্ডেনরিচ এলাকা থেকে এক দম্পতি জওহর ইমাম এবং নিশারজা বিবিকে গ্রেফতার করা হয়। সেই ঘটনায় ভিন রাজ্য থেকে কলকাতার মাধ্যমে বাংলাদেশের মাদক পাচার করা হতো বলে জানা যায়। গতকালের ঘটনার নেপথ্যে শেষ পর্যন্ত কোন রহস্য বেরিয়ে আসে, বর্তমানে সেটি ঘিরে শুরু হয়ে গিয়েছে বিস্তর জল্পনা।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর