ভাসতে চলেছে বাংলা! বঙ্গোপসাগরে এবার গভীর নিম্নচাপ, হবে ঘূর্ণিঝড়? সামনে এল বিরাট আপডেট

   

বাংলা হান্ট ডেস্ক: দিন কয়েক আগে হওয়া বৃষ্টির (Rainfall) জেরে পরিবেশ কিছুটা “ঠান্ডা” হলেও ফের বেড়েছে গরমের দাপট। এমতাবস্থায়, বৃষ্টির আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন সকলেই। ঠিক এই আবহেই এবার একটি বড় তথ্য (Weather Update) সামনে এসেছে। জানা গিয়েছে যে, আগামী সপ্তাহেই একটি গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে (Bay Of Bengal)। ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের ওপর ওই নিম্নচাপটি তৈরি হতে পারে আগামী বুধবার। যেটি আগামী শুক্রবার নাগাদ উত্তর-পূর্ব দিকে এগিয়ে গিয়ে মধ্য বঙ্গোপসাগরের ওপরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। যদিও, সেটি ঘূর্ণিঝড়ে (Cyclone) পরিণত হবে কিনা সেই বিষয়টি এখনও কষ্ট নয় বলেই জানা গিয়েছে।

এমতাবস্থায়, যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে তার দাপট এবং রাজ্যে তার কতটা প্রভাব পড়বে সেই বিষয়েও এখনও কোনো আপডেট সামনে আসেনি। তবে, বঙ্গোপসাগরে যতক্ষণ পর্যন্ত না নিম্নচাপ তৈরি হচ্ছে ততক্ষণ ঘূর্ণিঝড়ের বিষয়ে কোনো তথ্য সঠিকভাবে বলা যাবে না। এই কারণেই আগেভাগে মৌসম ভবন এই সংক্রান্ত কোনো আপডেট জানাতে রাজি নয়। এদিকে, স্বস্তির বিষয় হল যে, ওই নিম্নচাপের আগেই বাংলা ভিজতে চলেছে বৃষ্টিতে। এমনকি, শনিবারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Cyclone Weather This time a deep depression is forming in the Bay of Bengal.

তবে, আগামী রবিবার থেকে উপকূলবর্তী জেলাগুলি থেকে শুরু করে বাঁকুড়া, পশ্চিম এবং পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। যেটি আগামী সোমবার থেকে বাড়তে পারে। এদিকে, আগামী মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিটি জেলাতেই হতে পারে বৃষ্টি। বিশেষ করে সোম, মঙ্গল এবং বুধবার বৃষ্টির দাপট সবথেকে বেশি থাকবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: DA নিয়ে মিটে যাবে সরকারি কর্মীদের আক্ষেপ! সপ্তম পে কমিশন লাগুর পথে খোদ মুখ্যমন্ত্রী

এর পাশাপাশি, দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় সোমবার থেকে বুধবার পর্যন্ত বইবে ঝোড়ো হাওয়া। এমতাবস্থায়, প্রথম দু’দিন ঝড়ের বেগ ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার থাকলেও বুধবার সেটি ঘন্টায় ৩০-৪০ কিমি হবে। এবারে আমরা যদি উত্তরবঙ্গের আবহাওয়ার দিকে তাকাই সেক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। আগামীকাল অর্থাৎ রবিবারে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় মাঝারি বৃষ্টি হতে পারে। ওই জেলাগুলির মধ্যে রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার। এদিকে, তুলনামূলক হালকা বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর সহ মালদায়।

আরও পড়ুন: Maruti Swift-কে টক্কর দেবে Tata-র এই দুর্ধর্ষ গাড়ি, কেনার জন্য হুড়োহুড়ি ক্রেতাদের, মিলবে বিশাল মাইলেজ

তবে সোমবার থেকে একদম বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রতিটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পাশাপাশি বৃহস্পতিবার, দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার শুক্রবার প্রতিটি জেলাতেই বৃষ্টি হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, রবিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন্টায় ৪০-৫০ কিমিতে ঝড় বইতে পারে। পাশাপাশি সোমবার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঝড় বইতে পারে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর