হিন্দু সংস্কৃতি প্রচারের জন্য আমেরিকায় সন্মানিত ১০ ভারতীয় বংশোদ্ভূত, PM Modi জানালেন শুভেচ্ছা

বাংলাহান্ট ডেস্কঃ আমেরিকার (america) হিউস্টনে (Houston) নিজ সম্প্রদায় এবং হিন্দু সংস্কৃতি প্রচারের জন্য ১০ জন ভারতীয় (indian)-আমেরিকান যুবককে সম্মানিত করা হয়েছে। ‘ইন্দুইস অফ গ্রেটার হিউস্টন’-এর পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ১০ জন ভারতীয় বংশোদ্ভূতদকে অনেক অভিনন্দন জানান।

শুধুমাত্র অভিনন্দন জানিয়েই থেমে থাকেননি প্রধানমন্ত্রী মোদী (narendra modi)। অভিনন্দন জানানোর পাশাপাশি তিনি এই সকল যুবকদের তাদের শিকড়কে আরও মজবুত এবং শক্তিশালী করার জন্য অনুপ্রাণিত করেছেন।

web modi reuters 1557420393949 1568706551287 1583920197695 1

পাশাপাশি ‘ইন্দুইস অফ গ্রেটার হিউস্টন’-কে এক চিঠি মারফত জানিয়েছেন, ‘বিজয়ীরা অবশ্যই তরুণ প্রজন্মের মধ্যে আমাদের দেশের সংস্কৃতি এবং ঐতিহ্যকে আরও বেশি করে তুলে ধরবে। পাশাপাশি ভারতীয় বংশোদ্ভূতরা বিশ্বের যেসকল দেশে রয়েছেন, তারা সেখানে ভারতের গৌরবময় সংস্কৃতি এবং ঐতিহ্যের রাষ্ট্রদূত হিসাবে কাজ করছেন। তারা প্রেম, সংহতি, মমত্ববোধের সঙ্গে হিন্দু সনাতন ধর্মেরও দর্শন প্রকাশ ঘটিতে মানবতার দর্শন করে চলেছেন’।

প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘তাদের সর্বজনীন আবেদন বিশ্বের মানুষকে আকৃষ্ট ও প্রভাবিত করেছে। এর ফলেই আমাদের দেশের ঐতিহ্য এবং সমৃদ্ধ হাজার হাজার বছর ধরে বেঁচে রয়েছে এবং ভৌগলিক সীমানার শেকলকে অনেক পিছনে ফেলে দিয়েছে’।

পুরস্কার প্রাপকদের মধ্যে ছিলেন- আনিস নায়ক, অনুশা সত্যনারায়ণ, নিত্যা রমনকুলাঙ্গারা, সন্দীপ প্রভাকর, কৃতি প্যাটেল, বিপাশায়ত নন্দ, অভিমন্যু আগরওয়াল, রাজিত শাহের পাশাপাশি করোনাকালে নিস্বার্থ ভাবে মানুষের পাশে দাঁড়ানোর জন্য নমিতা পালোড এবং কোমল লুথ্রাকেও সম্মানিত করা হয়েছে। হিন্দু ধর্মের সাথে যুক্ত বিভিন্ন সংস্থা এই বিজয়ীদের বেছে নিয়েছে।

Smita Hari

সম্পর্কিত খবর