ব্যাংকে ফিক্সড ডিপোজিটে মিলতে পারে ১০% সুদ! ঘোষণা হতে পারে শীঘ্রই

বাংলাহান্ট ডেস্ক : রিজার্ভ ব্যাংক (Reserve Bank of India) বুধবার ফের একবার বৃদ্ধি করেছে রেপো রেট (Repo rate)। এর ফলে ফের একবার বৃদ্ধি পেতে চলেছে ফিক্সড ডিপোজিটের (Fixed Deposit) উপর সুদের হার। ধারণা করা হচ্ছে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকগুলি অর্থনৈতিক ভারসাম্য রক্ষার্থে এই সুদ বৃদ্ধি করার ঘোষণা করতে পারে। আর কিছুদিন অপেক্ষা করলেই আপনি আপনার ব্যাংকের স্থায়ী আমানতের উপর পেতে পারেন অতিরিক্ত সুদ।

বিশেষজ্ঞদের অনুমান চলতি মাসেই ফিক্সড ডিপোজিটে সুদের হার বৃদ্ধি পেয়ে পৌঁছাতে পারে 9 থেকে 10% এ। আইসিআইসিআই , আরবিএল , অ্যাক্সিস ,আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কের বেসরকারি ব্যাংকগুলি সুদের হার বৃদ্ধি করার ঘোষণা করে গত মাসে। এছাড়াও সুদের হার বৃদ্ধি করেছে সরকারি ব্যাংকগুলিও। কিছু আমানতের উপর 7.15% সুদ দিচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক। RBL ব্যাংক ফিক্সড ডিপোজিটের উপর 7.55% সুদ ঘোষণা করেছে।

   

গত সোমবার বন্ধন ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে প্রবীণ নাগরিকেরা স্থায়ী আমানতের উপর সর্বোচ্চ 8.5% সুদ পাবেন। এক্ষেত্রে সাধারণ নাগরিকদের দেওয়া হবে 8% সুদ। ৬০০ দিনের আমানতের উপর এই সুদের হার প্রযোজ্য। 999 দিনের এফডিতে সাধারণ মানুষকে 8.51 শতাংশ ও প্রবীণ নাগরিকদের 8.76 শতাংশ সুদ প্রদান করছে সূর্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক।

Bank

181 ও 501 দিনে সাধারণ মানুষকে 8.50 শতাংশ ও প্রবীণ নাগরিকদের 9 শতাংশ সুদ দিচ্ছে ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক । Ujjivan Finance Bank 560 দিনের ফিক্সড ডিপোজিটে দিচ্ছে 8.20% সুদ। Utkarsh Small Finance Bank 700 দিনের FD-তে বয়স্ক নাগরিকদের জন্য 9 শতাংশ ও সাধারণ নাগরিকদের জন্য 8.25 শতাংশ সুদ দিচ্ছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর