বাংলা হান্ট ডেস্ক: লোকসভা ভোটে গেরুয়া শিবির আশানুরূপ ফল পাওয়ায়, তৃণমূলকে একঘরে করতে মরিয়া হয়ে উঠেছেন তারা। ভোটের ফল প্রকাশের পর বিভিন্ন জায়গায় একাধিকবার ‘জয় শ্রী রাম’ বিতর্কে জড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবারেও এই কারণে তান্ডব বাধে কাঁচরাপাড়ায়। বেধড়ক লাঠিচার্জ করা হয় বিজেপি কর্মীদের ওপর, জানা গেছে, জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বাধীন বৈঠককে ঘিরেই এই ঘটনার সূত্রপাত হয়।
উক্ত ঘটনার প্রতিবাদ করতে মমতা ব্যানার্জির বাড়িতে ১০ লক্ষ ‘জয় শ্রী রাম’ লেখা পোষ্টকার্ড পাঠানোর কথা বলেন অর্জুন সিং।
সপ্তাহ খানেক আগেই ‘জয় শ্রী রাম’ লেখা পোষ্টকার্ড বিলি করেছে বিজেপির যুব শাখা। দমদমের প্রধানমন্ত্রীর সভাতেও বিলি হয়েছে এই পোষ্টকার্ড। অর্জুন সিং এই ১০ লক্ষ কার্ডের কথাই বলেছেন কি না তা অবশ্যই জানা যায়নি। তবে অর্জুন এর তরফ থেকে যদি আরো ১০ লক্ষ পোস্ট কার্ড পাঠানো হয়, তাহলে মোট ২০ লক্ষ জয় শ্রীরাম লেখা পোস্ট কার্ড গিয়ে পৌঁছবে মুখ্যমন্ত্রীর বাড়িতে।