বাংলা হান্ট ডেস্কঃ বিশ্বের সবথেকে লম্বা রেলওয়ে প্ল্যাটফর্মের ক্ষেত্রে আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকেও টেক্কা দিয়েছে ভারত। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী এক্ষেত্রে শুধু প্রথম স্থান নয় প্রথম, দ্বিতীয়, তৃতীয় তিনটি স্থানই দখল করেছে ভারতবর্ষ। আর বাঙালি হিসেবে গর্বের বিষয় এই তালিকায় নাম রয়েছে পশ্চিমবঙ্গেরও। দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্মের একটি তালিকা প্রকাশ করা হয়েছে উইকিপিডিয়ার মাধ্যমে।
এই উইকিপিডিয়া তথ্য অনুযায়ী প্রথম স্থানে রয়েছে উত্তর প্রদেশ। উত্তরপ্রদেশের গোরখপুরের মত বড় কোন প্ল্যাটফর্ম এই মুহূর্তে গোটা বিশ্বে নেই। জানিয়ে রাখি, সেরা দশের তালিকায় ভারতের মোট ছটি প্ল্যাটফর্ম স্থান পেয়েছে। একদিকে যেমন প্রথম স্থান অর্জন করেছে গোরখপুর, তেমনি দ্বিতীয় স্থান অর্জন করেছে কেরলের কোল্লাম স্টেশন। তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম খড়গপুর স্থান পেয়েছে এই তালিকায়।
চতুর্থ স্থান দখল করেছে আমেরিকা। শিকাগোর স্টেট স্ট্রিট (মার্কিন) একটি পাতাল রেল প্ল্যাটফর্মটি স্থান পেয়েছে এই তালিকায়। এরপর পঞ্চম স্থানে আবার রয়েছে ভারত। এবার স্থান দখল করেছে ছত্তিশগড়। ছত্তিশগড়ের বিলাসপুর রেলওয়ে প্ল্যাটফর্মটি রয়েছে তালিকার পঞ্চম স্থানে। এরপর সপ্তম স্থানে আবার রয়েছে ভারতের ঝাঁসি রেলওয়ে স্টেশন। যা অবস্থিত উত্তরপ্রদেশে এবং সর্বশেষে দশম স্থানে রয়েছে বিহারের সোনপুর।
আসুন দেখে নেওয়া যাক পুরো তালিকাঃ
১.গোরখপুর (উত্তর প্রদেশ)। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ৪৪৮৩ ফুট।
২. কোল্লাম (কেরালা) স্টেশন। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ৩৮৭৩ ফুট।
৩. খড়গপুর (পশ্চিমবঙ্গ) স্টেশন। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ৩৫১৯ ফুট। একইসঙ্গে এটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্লাটফর্ম
৪. শিকাগোর স্টেট স্ট্রিট (মার্কিন যুক্তরাষ্ট্র) একটি পাতাল রেলের প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ৩৫০১ ফুট। একইসঙ্গে এটি উত্তর আমেরিকার দীর্ঘতম প্ল্যাটফর্ম।
৫. বিলাসপুর (ছত্তিশগড়) স্টেশন। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ২৬৩১ ফুট।
৬. শেরাটন শাটল টার্মিনাল ফোকস্টোন (ইউকে)। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ২৫৯৫ ফুট। একইসঙ্গে এটি ইউরোপের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম ।
৭. ঝাঁসি (উত্তর প্রদেশ)। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ২৫২৬ ফুট। এটি উত্তরপ্রদেশের দ্বিতীয় দীর্ঘতম রেলওয়ে স্টেশন।
৮. পূর্ব পার্থ রেলওয়ে স্টেশন (ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া) দৈর্ঘ্য ২৫২৫ ফুট।
৯. ক্যালগুরলি স্টেশন (ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া)। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ২৪৯৩ ফুট।
১০. সোনপুর স্টেশন (বিহার)। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ২৪২১ ফুট।