বাংলাহান্ট ডেস্কঃ বামেদের নবান্ন (Nabanna) অভিযান নিয়ে ধুন্ধুমার কাণ্ড। নির্দিষ্ট সময়ের আগেই পতাকা নিয়ে নবান্ন গেটে পৌঁছে গেলেন বেশ কয়েকজন DYFI কর্মী। বচসায় জড়ায় পুলিশের সঙ্গে। পরিস্থিতি বেগতিক দেখে বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ।
বামেদের ১০টি সংগঠন মিলিত ভাবে বৃহস্পতিবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিল। চাকরি এবং শিক্ষার দাবীতে ছিল তাদের এই নবান্ন অভিযান। পুলিশ পাহারা বসেছিল নবান্ন ঘিরে। দুপুর ১২ টায় স্কোয়ার থেকে মিছিল শুরু হয় বামেদের সমর্থকদের।
নামানো হয় RFS, HRFS, র্যাফ, মহিলা র্যাফ। পুলিশ পিকেট বসানো হয় ২৫ জায়গায়। মোতেয়েন করা হয়েছিল ৪ হাজারের বেশি পুলিশ। ডোরিনা ক্রসিংয়ে মিছিল আটকে দেয় পুলিশ। নজরদারি চালানো হয় ২ টি ড্রোনে। ৪টি জলকামান,অ্যালুমিনিয়ামের ফেনসিং ব্যবহার করে বিক্ষোভকারীদের আটকানো হয়। কিন্তু বামেদের টার্গেট ছিল, যেখানেই পুলিশ তাদের আটকাবে, তারা সেখানেই লড়াই শুরু করবে।
বাম সমর্থকরা জোর করে পুলিশকে টপকে নবান্নে প্রবেশের চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধুন্ধুমার বেঁধে যায়। গ্রেফতার করা হয় ১০ বাম সমর্থককে। বাকিদের সঙ্গে পাঁশকুড়ার সিপিএম বিধায়ক ইব্রাহিম আলিকে গ্রেফতার করে শিবপুর থানায় নিয়ে যাওয়া হয়।