বাংলা হান্ট ডেস্ক: ভবিষ্যতের কথা ভেবে সময় থাকতে থাকতে প্রত্যেকেই চান সঞ্চয় করতে। বর্তমান সময়ে সঞ্চয়ের ক্ষেত্রে একাধিক বিকল্প উপলব্ধ রয়েছে। তবে, সেগুলির মধ্যে কোনো কোনো ক্ষেত্রে আবার ঝুঁকির সম্ভাবনাও থেকে যায়। সেই কারণেই শেয়ার বাজার, IPO-র মত বিকল্পগুলি এড়িয়ে চলেন অনেকেই। বরং, তার পরিবর্তে Fixed Deposit-এর ওপরেই ভরসা রাখেন তাঁরা। কারণ, ব্যাঙ্কের FD-তে অর্থ সুরক্ষিত থাকে।
তবে, এক্ষেত্রে আবার অধিকাংশ ব্যাঙ্কগুলিই সর্বোচ্চ ৭ থেকে ৮ শতাংশ সুদ দিচ্ছে। যার কারণে এখন অনেকে NBFC (Non-Banking Financial Company) সংস্থাগুলিকেই বিনিয়োগের জন্য বেছে নিচ্ছেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এহেন সংস্থাগুলি RBI-এর অধীনে আর্থিক লেনদেনে সক্ষম সংস্থা হিসেবে বিবেচিত হয়। যদিও, ওই সংস্থাগুলিকে ব্যাঙ্কিং কাজ পরিচালনার লাইসেন্স প্রদান করা হয়নি। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা এমনই কয়েকটি NBFC-র প্রসঙ্গ উপস্থাপিত করব যেগুলি FD-তে বিনিয়োগকারীদের ১০ শতাংশের বেশি রিটার্ন দিচ্ছে।
১. মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফিন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড: উল্লেখ্য যে, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা ফিন্যান্সিয়াল সার্ভিসের FD স্কিমটির নাম হল সমৃদ্ধি ক্রমবর্ধমান স্কিম। এই স্কিম মারফত প্রবীণ নাগরিক ও সাধারণ মানুষ প্রত্যেকেই ১০ শতাংশের বেশি রিটার্ন পাবেন। তবে, সুদের হারে সামান্য পার্থক্য রয়েছে। মূলত, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার হল ১০.৩২ শতাংশ। পাশাপাশি, সাধারণ নাগরিকেরা পাবেন ১০.০৭ শতাংশ সুদ। এক্ষেত্রে ৫ বছরের জন্য বিনিয়োগ করতে হয়।
২. শ্রীরাম সিটি ইউনিয়ন ফিন্যান্স: এবারে আমরা শ্রীরাম সিটি ইউনিয়ন ফিন্যান্সের FD স্কিমের প্রসঙ্গে জানাবো। যেটির নাম হল ক্রমবর্ধমান স্কিম। এই স্কিমে প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার হল ১০.৭৭ শতাংশ। পাশাপাশি সাধারণ মানুষের জন্য সুদের হার রয়েছে ১০.৪২ শতাংশ। এক্ষেত্রেও ন্যূনতম ৫ বছরের জন্য FD-তে বিনিয়োগ করতে হবে। যার ন্যূনতম পরিমান হল ৫,০০০ টাকা।
৩. কেটিডিএফসি লিমিটেড: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, কেটিডিএফসি লিমিটেড হল কেরল সরকারের আওতাধীন। তবে এটি RBI থেকে রেজিস্ট্রেশন পেয়েছে। এই স্কিমে প্রবীণ নাগরিকেরা ১০.১৭ শতাংশ হারে এবং সাধারণ নাগরিকদের ১০ শতাংশের নিচে সুদ দেওয়া হয়। এদিকে, প্রবীণ নাগরিকদের ১০ শতাংশ সুদ পেতে চাইলে কমপক্ষে বিনিয়োগ করতে হবে ১০,০০০ টাকা। সাধারণ নাগরিকদের জন্য এটি হল ন্যূনতম ৫,০০০ টাকা।
৪. হকিন্স কুকারস লিমিটেড: প্রথমেই জানিয়ে রাখি যে, আমরা সকলেই হকিন্স প্রেশার কুকারের নাম শুনলেও এই কোম্পানিরও যে বিশেষ FD স্কিম রয়েছে, তা অনেকেই জানিনা। মূলত, ২০২২ সাল থেকে কোম্পানিটি FD স্কিম চালু করেছে। এই FD স্কিমে বার্ষিক ১১.৩০ শতাংশ সুদ পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের জন্য FD-তে ২৫,০০০ টাকা বিনিয়োগ করতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: NBFC-গুলির লাইসেন্স থাকা সত্বেও অনেকেই বিনিয়োগের ক্ষেত্রে ব্যাঙ্কের FD-কেই সবচেয়ে ভালো এবং নিরাপদ বলে মনে করেন। তাই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে প্রতিটি বিনিয়োগ করা উচিত।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা