ভারত চীনের যুদ্ধে শহীদ হওয়া জওয়ানদের বদলা নিতে রাস্তায় বেরল ১০ খুদে, ভাইরাল হল ভিডিও

বাংলাহান্ট ডেস্কঃ সম্প্রতি নেটদুনিয়া এমন এক ভিডিও (Video) ভাইরাল (Viral) হয়েছে, যা দেখে চোখে জল চলে আসছে ভারত (India) মাতার সন্তানদের। বয়স আনুমানিক ১২ হবে, দলে ওঁরা ১০ জন, শেষ করবেই চীনা সেনাদের (Chinese army), বদলা নেবে ভারতীয় সৈন্যদের (Indian army) মৃত্যুর, এই পন্থা নিয়েও বাড়ি থেকে বেরিয়েছে।

খুদেদের শুধু একটাই দাবী, চীন আমাদের দেশের সেনাদের মেরেছে, তো আমরা তাঁর বদলা নেব। উচিত শিক্ষা দেব চীনকে। চীনের বিরুদ্ধে বদলা নেওয়ার জন্যই পথে বেরিয়ে পড়েছে তারা।

china 222 7

প্রতিবাদে রাস্তায় খুদেরা
ভারত চীন সীমান্তে সংঘর্ষের জেরে শহীদ হন ভারতের ২০ জন বীর যোদ্ধা। তাঁদের মৃত্যুর বদলা নিতে এবার পথে নামল উত্তরপ্রদেশের আলিগড়ের ১০ খুদে। তাঁদের বয়স আনুমানিক ১২ বছর হবে। ভারতীয় সেনাদের মৃত্যুর বদলা নিতে, তারা হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিতেও রাজি। কিন্তু পথে যেতে গিয়েই তাঁদের উপর চোখ পড়ে টহলদারী পুলিশের।

চীনকে শেষ করতে যাচ্ছি আমরা
কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করতেই তারা বলে ওঠে, ‘চীনকে শেষ করতে যাচ্ছি আমরা। আমাদের সৈন্যদের মৃত্যুর বদলা আমরা নেবই। উচিত শিক্ষা দেব চীনকে’। সেই কারণেই তারা পথে নেমেছে। হেঁটেই পাড়ি দেবে চীন। শিশুদের এই কথা শুনে আবেগঘন হয়ে পড়েন ওই অফিসার। তারপর তাঁদের বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠাবারও ব্যবস্থা করে দেন। শিশুদের এই ভিডিও নেটদুনিয়ায় প্রকাশ হতেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে দেখা যায়, ওই শিশুদের সাথে কঠা বলছেন এক পুলিশ আধিকারিক। এবং শিশুরা তাঁকে তাঁদের উদ্যেশ্যের বিষয়ে জানাচ্ছে।


Smita Hari

সম্পর্কিত খবর