পশ্চিমবঙ্গের জন্য ১০ হাজার কোটি টাকা বরাদ্দ, জমি পেলেই কাজ শুরুর ঘোষণা রেলমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্ক: বঙ্গবাসীর জন্য সুসংবাদ। রেলের তরফে বাংলার জন্য বরাদ্দ হতে চলেছে মোটা অঙ্কের টাকা। বিভিন্ন খাতে কেন্দ্র টাকা দিচ্ছে না বলে যদিও অতীতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে লাগাতার বঞ্চনার অভিযোগ তুলেছিলেন, তবে সেই অভিযোগকে একেবারেই নস্যাৎ করে বাংলার জন্য বিপুল অঙ্কের বরাদ্দের কথা জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মঙ্গলবার বেহালার এক অনুষ্ঠান থেকে কেন্দ্রীয় মন্ত্রী জানালেন, জমি বরাদ্দ করলেই কাজ শুরু হয়ে যাবে।

মোদি সরকারের ৮ বছর পূর্তি উপলক্ষে চলছে গরিব কল্যাণ সম্মেলন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বেহালায় রেলের স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত সেই অনুষ্ঠানে যোগ দিতে হাজির হয়েছিলেন । সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পাশে বসিয়ে রেলমন্ত্রী জানান, “রেলের তরফে রাজ্যের জন্য ১০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। জমি পেলেই প্রকল্পের কাজ শুরু হবে।” শুধু তাই নয়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সভামঞ্চ থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন।

শুভেন্দু অধিকারী প্রশ্ন তোলেন, “দেশজুড়ে আয়ুষ্মান ভারতের মতো একাধিক কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা মিলছে। কিন্তু বাংলায় তা মিলছে না কেন?” এমনকী, কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা বাংলার কৃষকরা পাচ্ছেন না বলেও উল্লেখ করেন গেরুয়া শিবিরের এই নেতা। তিনি আবেদন জানান, রাজ্যে যাতে অবিলম্বে এই সমস্ত প্রকল্পের সুবিধা চালু করা হয়।

এই বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সোমবারই শহরে এসেছেন রেলমন্ত্রী। ইতিমধ্যেই, এই অনুষ্ঠান সম্প্রচারের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে পূর্ব রেলের ২৯টি স্টেশনে। কলকাতার বেহালার রেল কমপ্লেক্সেও তা প্রদর্শন করা হচ্ছে। অনুষ্ঠানে হাজির ছিলেন আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পাল-সহ রেলের জিএম, পদস্থ কর্তারা।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর