বাংলা হান্ট ডেস্কঃ বিপুল বিদ্যুতের বিল নিয়ে এখন সকলেই বিরক্ত হয়। কিন্তু গুজরাটের এক ব্যক্তি এমন কাজ করলেন যে, শুনে আপনি চমকে উঠবেন। গুজরাটের ডাঃ দিলীপ সিং সোধা পরিবেশ প্রেমী ব্যক্তি। তিনি মনে করেন, পরিবেশ রক্ষায় প্রত্যেককে এগিয়ে আসতে হবে। আর এই দৃঢ় উদ্দেশ্যকে সঙ্গী করে দিলীপ সিং সোধা এমন কাজ করেছেন, যার দ্বারা পরিবেশ রক্ষার পাশাপাশি তিনি অর্থ উপার্জনও করছেন।
২০১৫ সালে পড়াশুনা শেষ করে তিনি UPSC করার সিদ্ধান্ত নেন। পরীক্ষায় পাস না করলেও প্রস্তুতির সময় তিনি সমাজ ও পরিবেশের প্রতি নিজের দায়িত্ব উপলব্ধি করেন। পরিবেশের প্রতি দায়িত্ব পালনের জন্য তিনি প্রথমে নিজের বাড়িটি বেছে নেন।
সারাবছর বিশেষত গরমকালে ইলেকট্রিক বিল বেশি আসার জন্য তাঁর বাড়ির লোক চিন্তিত থাকতো। এরপরেই বিদ্যুতের গ্রিডের উপর নির্ভরতা দূর করার জন্য তিনি তার ছাদেই ৫ কিলোওয়াট সোলার প্যানেল বসান। সোলার প্যানেল বসানোর পর যেখানে তার বাড়ির বিদ্যুতের বিল দশ হাজার টাকা আসতো তা নেমে আসে প্রায় ‘জিরো’-তে। এখন তার বাড়িতে সোলার প্যানেল দিয়েই চলে এসি, কুলার, এবং আলো।
আপনি যদি সোলার প্যানেল বসাতে চান তবে আপনাকে বিদ্যুৎ বিভাগের সাহায্য নিতে হবে এবং সরকার সোলার প্যানেল বসানোর জন্য আপনাকে ভর্তুকিও দেবে।
সবচেয়ে ভালো দিক হলো এরজন্য আপনাকে দৌড়াতে হবেনা বরং বিদ্যুৎ বিভাগ আপনার বাড়িতে এক মিটার স্থাপন করবে, যাতে আপনি সোলার প্যানেল সহ বিদ্যুৎ বিভাগ থেকে বিদ্যুৎ নিতে পারেন। সোলার প্যানেল থেকে এক মাসে তৈরি বিদ্যুৎ পরিমান এবং এই সময়ের মধ্যে আপনি কত বিদ্যুৎ ব্যবহার করেছেন তা খতিয়ে দেখা হবে সেই মিটারে।
দিলীপ সিং সোধা বলেন, সরকারি ভর্তুকি পাওয়ার পর সোলার প্যানেল বাবদ খরচ হয় ১ লাখ ৬৫ হাজার টাকা। এছাড়া প্যানেল বসাতে আরও ২৫ হাজার টাকা খরচ হয়। আপাতদৃষ্টিতে এটাকে লোকসান মনে হলেও এর ফলে বিদ্যুৎ বিল কমার পাশাপাশি পরিবেশ রক্ষার জন্য এটি ভালো বিকল্প।
দিলীপ সিং সোধা শুধু এখানেই থেমে না থেকে পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপণ অভিযান শুরু করেন এবং তার বাড়ির চারপাশে গাছ লাগানো শুরু করেন। ফলে বর্তমানে মানুষ যেখানে পরিবেশের ক্ষতি করে চলেছে সেখানে দিলীপের এই কাজ সত্যি অসাধারণ।