উৎসবে বড় উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাবে ১০ হাজার টাকা অগ্রিম

কয়েকদিনের মধ্যেই দেশজুড়ে শুরু হয়ে যাচ্ছে উৎসবের মরশুম। কিন্তু করোনা আবহে অনেকেরই পকেটে টান৷ এবার উৎসব আবহে কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের জন্য বড় ঘোষনা করল মোদি সরকার।

nirmala sitharaman2

কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের প্রত্যেকে পাবেন ১০ হাজার টাকা অগ্রিম। গেজেটেড এবং নন-গেজেটেড উভয় কর্মচারীরা এই অগ্রিমের সুযোগ পাবেন। সোমবার GST কাউন্সিলের বৈঠকের আগে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানালেন এই সিদ্ধান্তের কথা।

অর্থমন্ত্রী নির্মলা সিতারমন জানিয়েছেন, , প্রি-পেইড RuPay কার্ড আকারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এই ১০,০০০ টাকা অগ্রিম দেওয়া হবে। সহজ ১০ কিস্তিতে ফেরত দেওয়া যাবে এই টাকা। এই টাকার ওপর লাগবে না কোনো সুদ।

তবে এই টাকা খরচের ক্ষেত্রে বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে অর্থমন্ত্রক। আগামী ২০২১ সালের ৩১ মার্চের মধ্যে খরচ করতে হবে এই টাকা। ৩১ মার্চের পরে আর এই টাকা খরচ করা যাবে না। সে ক্ষেত্রে যতটুকু খরচ হয়েছে বাকিটুকু ফেরত দিতে হবে সংশ্লিষ্ট কর্মচারীদের।

পুজোর কয়েকমাসে দেশে কেনা বেচা অনেকটাই বেড়ে যায়। কিন্তু বর্তমান করোনার মরশুমে তা অনেকটাই কমে এসেছে। তাই অগ্রিম টাকা দিয়ে অর্থনীতি চাঙ্গা করতে চাইছে কেন্দ্র।

 

 


সম্পর্কিত খবর