বাংলাহান্ট ডেস্ক : সামনেই গুজরাত বিধানসভা নির্বাচন। বাকি রয়েছে আর মাত্র এক মাস। এর মধ্যেই ভাঙন ধরল কংগ্রেসে (Congress)। গুজরাতে কংগ্রেসের দশ বারের বিধায়ক মোহনসিংহ রাথওয়া যোগ দিলেন বিজেপিতে (BJP)। ৭৮ বছর বয়সি জনজাতি নেতা মোহনসিংহ মঙ্গলবার তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দেন গুজরাত কংগ্রেসের সভাপতি জগদীশ ঠাকুরকে। মোহনসিংহ ছোট উদয়পুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন।
বিজেপিতে যোগ দেওয়ার পর দলের সদর দফতরে তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার বয়স হচ্ছে। আমি নিজে ভোটে দাঁড়ানোর ইচ্ছেও প্রকাশ করিনি। আমার পুত্র রাজেন্দ্রসিংহ একজন সিভিল ইঞ্জিনিয়ার। ওঁর মনে হয়েছে আমাদের বিজেপিতে যোগ দেওয়া উচিৎ।’ কয়েক দিন আগেই তিনি ঘোষণা করেন এ বারের ভোটে তিনি অংশগ্রহণ করবেন না। মোহনসিংহের ইচ্ছে তাঁর কেন্দ্র থেকে যেন এ বার তাঁর ছেলে রাজেন্দ্রসিংহ রাথওয়া ভোটে দাঁড়ানোর টিকিট পান। এ ব্যাপারে তাঁকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আমি ১০০ শতাংশ নিশ্চিত যে বিজেপি আমার ছেলেকেই ভোটে দাঁড়ানোর টিকিট দেবে।’
কংগ্রেস তাঁর ছেলেকে টিকিট দেবে না বলে তিনি দল ছাড়লেন, এই গুজব রটে যায়। সেই গুজবকে নস্যাৎ করে দিয়ে মোহনসিংহ বলেন, ‘কংগ্রেস কখনও আমার ছেলেকে অস্বীকার তো করেনি। কংগ্রেস এ ব্যাপারে কিছু বলার আগেই আমার এই সিদ্ধান্ত। নরেন্দ্র মোদি গুজরাতের জনজাতি এলাকার জন্য যা উন্নয়নমূলক কাজ করেছেন তা দেখেই আমার এবং রাজেন্দ্রসিংহের বিজেপিতে যোগ দেওয়ার এই সিদ্ধান্ত।’
গুজরাট বিধানসভা নির্বাচন নিয়ে একগুচ্ছ নিয়মাবলীর কথা জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। জানা গিয়েছে, এবারের নির্বাচনে ১২৭৪টি বুথ সম্পূর্ণভাব পরিচালনা করবেন মহিলারা। ৩৩টি পোলিং স্টেশন পরিচালনার দায়িত্বে থাকবেন কম বয়সী নির্বাচনী আধিকারিকরা। কেবলমাত্র গুজরাত নয়, হিমাচলপ্রদেশের বিধানসভা নির্বাচনের জন্য মোতায়েন করা হচ্ছে একজন করে স্পেশাল অবজার্ভারও।