২৫০ টাকা কেজি আটা! ‘ভুখা’ পাকিস্তানকে ২০ লক্ষ টন গম ভারত থেকে পাঠানোর আর্জি RSS নেতার!

বাংলা হান্ট ডেস্ক : পাকিস্তানের (Pakistan) জন্য মন কাঁদছে আরএসএস (RSS)-এর। তীব্র খাদ্য সংকটে ধুঁকছে পাকিস্তান। আটা-ময়দার জন্য চলছে মারামারি। অর্থের অভাবে রপ্তানি করতে পারছে না খাদ্য সামগ্রীও। এই অবস্থায় ভারত সরকারের কাছে পাকিস্তানে ১০ বা ২০ লক্ষ টন গম পাঠাবার দাবি জানালেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের কৃষ্ণ গোপাল।

তিনি এদিন বলেন, ‘খুব খারাপ লাগছে এটা দেখতে যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের মানুষ ২৫০ টাকা কেজি দরে আটা কিনছে। পাকিস্তানের মানুষ আমাদের অপমান করতেই পারে, কিন্তু আমরা চাই তাঁরা খুশি থাকুক।’ তিনি এদিন আরও বলেন, ভারত চাইলেই গম পাঠাতে পারে কিন্তু, পাকিস্তান ভারতের থেকে চায়নি।

এরই মধ্যে ভারত পাকিস্তান যুদ্ধের কথাও তুলে আনেন কৃষ্ণ গোপাল। তিনি বলেন, ‘পাকিস্তান ভারতের সঙ্গে ৪/৫ বার যুদ্ধ করেছে। বিগত ৭০ বছর ধরে এটাই করে এসেছে তারা। ১৯৪৮, ১৯৬৫, ১৯৭১ এবং ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধ করেছে তারা। এরপরও আমাদের ভাবতে, সেখানের মানুষ ২৫০ টাকা প্রতি কেজি আটা কিনছে। আমাদের উচিত ১০ থেকে ২০ লক্ষ টন গম পাকিস্তানে পাঠানো।’

pakistan 10

এদিনের সভা থেকে কৃষ্ণ গোপাল আরও বলেন, ‘আমরা সর্বে ভবন্তু সুখিনার আদর্শে। অর্থাৎ সবাই সুখে থাকুক। এই বিশ্ব ভরে গিয়েছে হিংসা আর হানাহানিতে। কিছুদিন আগেই পাকিস্তানের একটি মসজিদে বিস্ফোরণ হয়। ১০০ জন সাধারণ মানুষ মারা যান। সবচেয়ে অবাক করা বিষয় হল, যারা মানুষ খুন করছেন, এবং যারা খুন হচ্ছেন সকলেই কোরানের অনুগামী। তাঁদের মধ্যে কিসের লড়াই? আফগানিস্তান এবং সিরিয়ার অবস্থা দেখুন। সারা বিশ্বে শুধু হিংসা।’

সম্প্রতি পাকিস্তানে যেভাবে আর্থিক সংকট চরমে পৌঁছেছে, সেই সময় ভারত কি সাহায্য করবে? এই প্রশ্নের উত্তরে ভারতের বিদেশমন্ত্রী জয়শংকর জানান, ভারত, পাকিস্তান সম্পর্কের সবচেয়ে বড় কাঁটা সন্ত্রাসবাদ। তাই সন্ত্রাসবাদের মতো ইস্যুকে কখনও হালকাভাবে নেওয়া যায় না। বিদেশমন্ত্রী আরও বলেন, ‘পড়শি দেশকে নিয়ে যদি কখনও

Sudipto

সম্পর্কিত খবর