১০ টি এমন ভারতীয় নাম ও পদবী, যা আপনাকে বন্ধুদের সামনে বিব্রত করতে পারে

Published On:

Viral: শেক্সপিয়ার বলেছেন নামেতে কি যায় আসে? কিন্তু সত্যি বলতে নামেতে সত্যি যায় আসে। অনেক সময়েই নিজেদের নাম কোনো মনিষী বা কোনো ভালো অর্থের সাথে মিলে গেলে আমরা অনেকেই গর্ব বোধ করি।

আবার বেশ কিছু সময়ে সেই নাম নিয়েই আমাদের বিব্রত হতে হয়। নামের পাশাপাশি পদবি নিয়েও আমাদের বিব্রত কম হতে হয় না। হয়তো দেখা যায় আমাদের পদবী কোনো এক ভাষায় গালি বা কোনো অশ্লীল শব্দ।

ভারতীয় হলে এই নাম বা পদবীর ইংরেজি বানান নিয়েও আমাদের বিপদে কম পড়তে হয় না। যেমন বাঞ্চোর শব্দটির ইংরেজি বানানে লেখা হয় Banchod, যা একটি অত্যন্ত অশ্লীল ও কুরুচিপূর্ণ গালি। কিন্তু সেটি একশ্রেনির মানুষের পদবী।

আবার একই যাথে আপনার নাম যদি অনল হয় তা ইংরেজিতে লিখলে দাঁড়ায় Anal. যার অর্থ কাম সংক্রান্ত। তা নিয়েও আপনাকে নিশ্চই কম বিব্রত হতে হয় না। নীচে রইল তেমনই ১০ বিব্রতকর নামের তালিকা যা ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়

 

X