মাত্র ১০ বছর বয়সেই বিয়ে, ১২ দিন পর মৃত্যুর কোলে ঢলে পড়ল শিশু! কাহিনী চোখে জল এনে দেবে

বাংলা হান্ট ডেস্ক : প্রেমিকের সাথে বিয়ে হওয়ার মাত্র ১২ দিন পরেই ইহলোক ত্যাগ করলেন ১০ বছর বয়সী এমা এডওয়ার্ডস (Emma Edwards)। মর্মান্তিক এই ঘটনায় কেঁপে উঠেছে গোটা বিশ্ব। সকলের মুখে এখন একটাই কথা যে, মার্কিন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় বসবাসকারী ১০ বছর বয়সী এমা এডওয়ার্ডস আর এই পৃথিবীতে নেই। কিন্তু ঠিক কী হয়েছিল বছর দশেকের এই মেয়েটির?

খবরটি চাউর হতেই শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়ায়। সকলেরই প্রশ্ন, মাত্র ১০ বছর বয়সে বিয়ে করতে হয়েছিল এমাকে? আর বিয়ের পর কী এমন হল যে মৃত্যুর কাছে আত্মসমর্পণ করল এমা? নেপথ্য কারণ খুঁজতে গিয়ে এমন তথ্য সামনে এল যা শুনলে চোখ ভিজবে আপনারও। আজকের প্রতিবেদনে রইল বছর দশেকের খুদে এমার কাহিনী।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ২৯ জুন বেশ ধুমধাম করে এমা এডওয়ার্ডসের বিয়ে দেওয়া হয় তার প্রেমিক ড্যানিয়েল মার্শাল ক্রিস্টোফার উইলিয়ামসের সঙ্গে। নাহ্, এই বিয়ে কোন জোর জবরদস্তিতে হয়নি। বরং এই বিয়ে হয়েছিল এমার শেষ ইচ্ছা পূরণ করার জন্য। কারণ ব্লাড ক্যান্সারে আক্রান্ত এমার আয়ু ছিল আর কয়েকটা দিনই। ফুলের মত ফুটফুটে মেয়েটির প্রাণ ভোমরাকে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছিল এই মারণরোগ।

e1237 16915040141747 1920

এমার বাবা-মা জানিয়েছেন, মৃত্যুর আগে বিয়ের কনে সাজতে চেয়েছিল এমা। চিকিৎসকরাও জবাব দিয়ে দিয়েছিলেন। তাই তার শেষ ইচ্ছেকে সম্মান জানাতেই এই ব্যবস্থা। আর তাদের এই প্রচেষ্টাকে সফল করতে হাত বাড়িয়ে দিয়েছে আশেপাশের বন্ধুরাও। সমস্ত অনুষ্ঠান সম্ভব হয়েছে অনুদানে। সেই সমস্ত মানুষকে ধন্যবাদ জানিয়েছে এমার মা বাবা।

সূত্রের খবর, গত বছরের এপ্রিলে এমার লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া (ALL) ধরা পড়ে। লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া হল এক ধরনের রক্তের ক্যান্সার যা সাধারণত শিশুদের হয়। এটি অস্থি মজ্জা এবং রক্ত নষ্ট করে দেয়। রক্তের মধ্যে উপস্থিত কোষগুলি ধীরে ধীরে মারা যেতে থাকে। আর এই মারণ রোগেই আক্রান্ত ছিল এমা।

ema marriage child pb 1691551934

এমার বিয়ে প্রসঙ্গে তার মা এলিনা জানান, ‘এমার ক্লাসে তার সেরা বন্ধু ছিলেন ড্যানিয়েল মার্শাল ক্রিস্টোফার উইলিয়ামস। আমরা তাকে আদর করে ডিজে বলে ডাকি। এমা প্রায়ই বলতেন যে তিনি পাত্রী হতে চান। বিয়ে করতে চায়। ডিজের পরিবারের সঙ্গেও আমাদের খুব ভালো সম্পর্ক। এমা স্কুলে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু প্রশাসন তাতে সম্মতি দেয়নি। উভয় পরিবারই এমার শেষ ইচ্ছা পূরণের জন্য একটি নকল বিয়ের অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেয়। একটি বাগানে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ১০০ জনেরও বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এখন মেয়ে পৃথিবীতে না থাকলেও ডিজে আমাদের জামাই।’

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর