বাংলা হান্ট ডেস্ক : কার্টুন চরিত্র ‘ডোরেমন’ কে চেনেনা সারা ভারতবর্ষ তথা গোটা পৃথিবীতে খুঁজে পাওয়া বিরল। গোটা বিশ্বে জনপ্রিয় এই ডোরেমন চরিত্র। আর তার জনপ্রিয়তার প্রধাণ কারণই হল এই ডোরেমন এর গ্যাজেট।
ঘটনাটির কেন্দ্রবিন্দু হল পশ্চিম দিল্লি। এক উচ্চ-মধ্যবিত্ত পরিবারের শিশু কন্যা হল এই সিমফনি। গতকাল বাড়িতে মায়ের উপর অভিমান করে তার প্রিয় চরিত্র ডোরেমন এর খোঁজ করে বাড়ি ছারল সে।
জানা গিয়েছে, গত দুদিন বাড়িতে অসম্ভব রকমের অশান্তি করে এই সিমফনি, অশান্তির মাত্রা এমন জায়গায় গিয়ে পৌঁছোয় যে দুদিন রীতিমত স্কুলে যায়নি সে। তাঁর দাবি ছিলো একটাই ডোরেমন কে এনে দিতে। এই ছোট্ট সিমফনি একেবারেই বুঝতে নাড়াজ যে ডোরেমন শুধুই একটি কার্টুন চরিত্র। আজ সকালবেলা বাড়িতে সবাই খোঁজাখুঁজি করে না পেলে দেখে একটি চিঠি লিখে সে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। তাতে লেখা আছে- “আমি ডোরেমন কে সাথে নিয়েই আসব। ততদনি আমায় কেউ খুঁজো না”।
চিঠি টি দেখামাত্রই সিমফনি র বাবা উদয়ন বাবু সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন এবং পুলিশ ইতিমধ্যেই তাঁকে খুঁজতে তৎপর হয়েছে।