হিন্দুস্থান কপার লিমিটেড-এ ১০০ ট্রেড অ্যাপ্রেন্টিস

Last Updated:

বাংলাহান্ট ডেস্কঃ আপনি কি মাধ্যমিক পাস ? সরকারি চাকরি খুজছেন ? তাহলে হিন্দুস্থান কপার লিমিটেড আপনার জন্য নিয়ে এসেছে সেই কাঙ্ক্ষিত সেই সু্যোগ।

হিন্দুস্থান কপার লিমিটেড ভারত সরকারের খনি মন্ত্রকের অধীনে কেন্দ্রীয় পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ। এটি সরাসরি ভারত  সরকারের  মালিকানাধীন। এইচসিএল তামা সম্পর্কিত খনি, স্লেটিং, রিফাইনিং এবং ক্রমাগত কাস্ট রড প্রস্তুতকারক থেকে শুরু করে বিস্তৃত ক্রিয়াকলাপে নিয়োজিত । ভারত সরকারের অর্থনৈতিক ক্ষেত্রে এই পাব্লিক সেক্টরটি যে যথেষ্ট গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। এই সরকারী চাকরি যে যথেষ্ট সম্মানজনক তা বলাই বাহুল্য।

হিন্দুস্থান কপার লিমিউটেড সমপ্রতি ১০০ জন ট্রেড আপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে।নির্দিষ্ট ট্রেডে iTi এবং দশম পাস করা থাকলেই মিলবে এই সু্যোগ।  ১৮ থেকে ২৫ বছরের ভারতীয় যুবকদের জন্য  হিন্দুস্থান কপার লিমিটেড নিয়ে আসছে এই সুযোগ।  এই আবেদনে লাগবে না কোনো আবেদন ফিও। জেনে নিন বিশদে

আবেদনের শেষ তারিখঃ ২০ জানুয়ারি ২০২০

আবেদনের পদ্ধতিঃ অফলাইন

মোট শূন্যপদ– ১০০( ফিটার ৪৫, ইলেক্ট্রিশিয়ান ৩৫, ওয়েল্ডার ০৪, মেশিনিশট ০৪, টার্নার ০৪, কার্পেন্টার ০৪, ড্রাফটস ম্যান ০৪)

পদঃ শিক্ষানবিশ

কর্মস্থলঃ সিংভূম, ঝাড়খন্ড

যোগ্যতা-মাধ্যমিক,

বয়স- ১৮ থেকে ২৫ বছর ( সংরক্ষিতদের জন্য নিয়মানুযায়ী ছাড় রয়েছে)

 বেতন- ৭০০০ – প্রতি মাসে

দক্ষতা- নির্দিষ্ট ট্রেডে iTi, আই টি আই-এ ৬০ শতাংশ নম্বর আবশ্যক

জাতীয়তাঃ ভারতীয়

আবেদন মূল্যঃ আবেদন ফি নেই

পদ্ধতিঃ www.hindustancopper.com থেকে দরখাস্ত ডাউনলোড করতে হবে। তার আগে www.apprenticeship.gov.in এ আপ্রেন্টিস হিসাবে নথিভুক্ত করতে হবে প্রার্থীকে। আবেদনপত্র ও নথি পত্র পৌছাতে হবে ৩০ মার্চ এর মধ্যে।

 

X