পশ্চিমবঙ্গের মিড ডে মিলে ১০০ কোটির দুর্নীতি! চাঞ্চল্যকর অভিযোগ কেন্দ্রীয় কমিটির, বিপাকে মমতার সরকার

বাংলা হান্ট ডেস্ক : মিড ডে মিল (Mid Day Meal) নিয়ে ফের বিপাকে রাজ্যে। পশ্চিমবঙ্গের (West Bengal) বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ কেন্দ্রের। সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে একটি পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে, গতবছর মাত্র ছয় মাসের মধ্যে অন্তত ১০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গের মিড ডে মিলে।

শিক্ষা মন্ত্রকের ওই রিপোর্টে আরও দাবি করা হয়েছে, গতবছর এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ১৬ কোটি মিড ডে মিল বেশি দেখিয়েছে রাজ্য। কেন্দ্রকে পেশ করা শিক্ষা মন্ত্রকের বিশেষ প্যানেলের রিপোর্ট জানাচ্ছে, গতবছর প্রথম দুই অর্থবর্ষে রাজ্যের পক্ষ থেকে ১৪০ কোটি ২৫ লাখ মিড ডে মিলের রিপোর্ট পেশ করা হয়।

mid day meal 2

একাধিক অভিযোগ পেয়ে কেন্দ্রের শিক্ষা মন্ত্রক গত জানুয়ারি মাসে এ রাজ্যে মিড ডে মিল প্রকল্পের পর্যবেক্ষণে একটি জয়েন্ট রিভিউ মিশন চালায়। একাধিক ক্ষেত্রে মিড ডে মিলের পরিসংখ্যানে গরমিল পাওয়া গিয়েছে বলে দাবি করা হয়েছে ওই রিভিউ মিশনের রিপোর্টে। গুরুতর হেরফের হয়েছে বলে দাবি শিক্ষা মন্ত্রকের প্যানেলের।

অর্থবর্ষের প্রথম এবং দ্বিতীয় ত্রৈমাসিকে কেন্দ্রের কাছে জমা দেওয়া রাজ্যের রিপোর্টে ১৪০ কোটি ২৫ লাখ মিড ডে মিলের উল্লেখ রয়েছে। যা ২০২২ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে দেওয়া হয়। তবে কেন্দ্রের প্যানেলের হিসেব অনুযায়ী, সেই পরিসংখ্যান ১২৪ কোটি ২২ লাখ। অর্থাৎ ১৬ কোটি অতিরিক্ত মিড ডে মিল দেখানো হয়েছে রাজ্যে। যার জন্য খরচ পড়ে প্রায় ১০০ কোটি টাকা।

রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, রাজ্যের তরফে বলা হয়েছিল গড়ে ৯৫ শতাংশ পড়ুয়া মিড ডে মিলের সুবিধা পায়। কিন্তু, পর্যবেক্ষণে উঠে এসেছে এই পরিসংখ্যান বড়জোর ৬০ থেকে ৮৫ শতাংশ। যদিও আগেই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের এই প্যানেলের রিপোর্ট জমা করার পদ্ধতি নিয়ে আপত্তি তুলেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর অভিযোগ ছিল, রাজ্য সরকারকে না জানিয়েই মিড ডে মিল নিয়ে রিপোর্ট পাঠানো হয়েছে।

Sudipto

সম্পর্কিত খবর