TMC বিধায়কের বিরুদ্ধে ১০০ কোটির মানহানি মামলা! হাইকোর্টে অভিযোগ নামি ব্যবসায়ীর

বাংলা হান্ট ডেস্কঃ ফের বিপাকে শাসকদলের নেতা। এবার তৃণমূল বিধায়কের (TMC MLA) বিরুদ্ধে দায়ের হল মানহানির মামলা। জানা গিয়েছে ঝাড়গ্রামে (Jhargram) গোপীবল্লভপুরের বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাতোর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির (Defamation) মামলা করা হয়েছে। শুক্রবার কলকাতা হাইকোর্টে ঝাড়গ্রামের রশ্মি গ্রুপ অফ কোম্পানির মালিক উজ্জ্বল পাটোয়ারী এই মামলাটি করেন বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, শোনা গিয়েছিল গত জানুয়ারি মাসে বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো দলীয় কর্মসূচি শেষে বাড়ি ফিরছিলেন। সেই সময় এলাকার লোধাশুলির কাছ বিধায়কের গাড়ি আটকায় কিছু দুষ্কৃতী। এরপর বিধায়কের আত্ম সহায়ককে মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছিল। ঘটনায় গ্রেফতারও হয়েছিলেন বেশ কিছুজন। এখানেই ঘটনার সূত্রপাত হয়।

   

এরপর বিধায়ক সাংবাদিক সম্মেলন করে জানান, জিতুশোলের স্পঞ্জ- আয়রন কারখানার মালিক সাধারণ মানুষের জমি জবর দখল করে নিচ্ছে। এসটি, এসসিদেরও জমি নিয়ে নেওয়ারও অভিযোগ তোলেন বিধায়ক। বলেন সেই জমি নিয়ে তার নথি বিভিন্ন ব্যাঙ্কে দেখিয়ে কোটি কোটি টাকা লোন নিচ্ছে ওই কারখানা কর্তৃপক্ষ। এরপর সেই টাকা বিদেশে পাচার করা হচ্ছে।

পাশাপাশি তিনি এও বলেন জঙ্গলমহলের সাধারণ মানুষকে ফাঁসানোর চেষ্টা করছে ওই কর্তৃপক্ষ। জমির নথি দেখিয়ে যে লোন নেওয়া হচ্ছে, সেই লোন এলাকার সাধারণ মানুষের নামেই থেকে যাচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি। এরপর এলাকার মানুষদের আশ্বস্ত করে তাদের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন বিধায়ক।

অন্যদিকে বিধায়কের এই মন্তব্যের পর বিভিন্ন সংবাদমাধ্যমে তা প্রকাশিত হলে রশ্মি গ্রুপ অফ কোম্পানির আর্থিক ক্ষতি হয় বলে অভিযোগ ওঠে। পাশাপাশি কোম্পানি কর্ণধারের সু নাম খারাপ হয় বলেও দাবি করা হয়। এই ঘটনার জল গিয়েই পৌঁছলো হাইকোর্টে। জানা গিয়েছে মানহানির অভিযোগ তুলে বিধায়কের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ সহ মোট ১২টি বিষয় নিয়ে মামলা দায়ের হয়েছে।

high court

মামলা প্রসঙ্গে কোম্পানির ডিরেক্টর শুভেন্দু বিশ্বাস জানান, “মাননীয় বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মহাতোকে আমরা সব সময় সম্মান দিয়ে কাজ করি। তবে বিধায়ক বারে বারে আমাদের কোম্পানির বিরুদ্ধে সংবাদমাধ্যমের কাছে বিভিন্ন মন্তব্য করেছেন। যার ফলে কোম্পানির ব্যাপক ক্ষতি হয়েছে। মালিকপক্ষের নামও খারাপ হয়েছে তাই ওনার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।” যদিও এই বিষয়ে বিধায়ক কিছু বলতে চাননি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর