বাংলা হান্ট ডেস্কঃ আকাশছোঁয়া রয়েছে পেট্রোল ডিজেলের দাম। পথ চলতে নাভিশ্বাস উঠে যাচ্ছে সাধারণ মানুষের। এই সময় সাধারণ মানুষের পরিস্থিতির বিচার করে দুটি ব্যাটারি চালিত বাইসাইকেল নিয়ে এল স্ট্রাইডার, যেটি টাটা (tata) ইন্টারন্যাশনাল লিমিটেড নিয়ন্ত্রন অধীন সংস্থা।
Contino ETB 100 এবং Voltic 1.7 নামক দুটি ব্যাটারি চালিত বাইসাইকেল বাজারে নিয়ে এল স্ট্রাইডার। এই দুটি ই-বাইসাইকেল সম্পর্কে তাঁরা জানিয়েছে, ভালো অথবা দুর্গম রাস্তা, সর্বত্রই সমান ভাবে চলতে পারবে এই ই-বাইসাইকেল। এমনকি এই ই-বাইসাইকেল চড়ে, দুর্গম রাস্তায় সুন্দর বাইকিং-এর অভিজ্ঞতা লাভ করবেন চালক।
Tata Styder-র Contino ETB 100 মডেলের দাম পড়ছে প্রায় ৩৭,৯৯৯ টাকা এবং Voltic 1.7 মডেলের দাম পড়ছে প্রায় ২৯,৯৯৫ টাকা। দুটি মডেলের ক্ষেত্রেই চোখ বন্ধ করে ২ বছরের ওয়ারেন্টি দিচ্ছে টাটা।
Voltic 1.7-তে থাকছে বড় টায়ার, রিমুভেবল ব্যাটারির সঙ্গে ২৬০ ওয়াট পাওয়ার মোটর এবং ৪৮ ভোল্ট এর হেভি-ডিউটি লিথিয়াম-আয়ন ব্যাটারিও। সঙ্গে থাকছে সাসপেনশন ফর্কও। এই মডেল সম্পূর্ণ চার্জ নিতে সময় নেবে মাত্র ৩ ঘণ্টা।
অন্যদিকে, Contino ETB-100-তে থাকছে এলইডি হেডল্যাম্প, ডুয়েল ডিস্ক ব্রেক, কি লকড ব্যাটারি, স্মার্ট রাইড। একবার চার্জে চলবে ৬০ কিলোমিটার। এই মডেলে ১০০ কিলোমিটার যেতে খরচ হবে মাত্র ৬ টাকা।