টিফিন শেষে ক্লাসে ঢুকতেই অসুস্থ ১০০ পড়ুয়া, ক্লাসরুমেই বমি! কেউ হারাল সংজ্ঞা

বাংলাহান্ট ডেস্ক: সবেমাত্র টিফিন পিরিয়ড শেষ হয়েছে। খাবার খেয়ে, খেলাধুলো করে ক্লাসে ফিরেই শুরু হল বিপত্তি। ক্লাসে ঢুকেই অসুস্থ হতে লাগল একের পর এক শিশু। কারও শুরু হল বমি বমি ভাব। কেউ আবার বমি করেও ফেলল ক্লাসরুমে। অনেকে আবার সংজ্ঞা হারাল! এই ঘটনায় স্বাভাবিকভাবেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে তামিলনাড়ুর হোসুর জেলার একটি স্কুলে (Tamil Nadu school)। জানা গিয়েছে, এদিন ওই স্কুলের প্রায় ১০০ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে।

ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কৃষ্ণগিরির কর্পোরেশন মিডল স্কুলে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, স্কুল চত্বরের একটি সেপ্টিক ট্যাঙ্ক থেকে গ্যাস লিক করার ফলেই এই ঘটনা ঘটে থাকতে পারে। দুপুর ৩টে নাগাদ পড়ুয়াদের টিফিন শেষ হওয়ার পরে ক্লাসরুমে ঢুকতেই অসুস্থ বোধ করতে থাকে পড়ুয়ারা। কিছুক্ষণের মধ্যেই অনেকেই অসুস্থ হয়ে পড়ে। যদিও কারও উপসর্গ গুরুতর ছিল না। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই স্কুল কর্তৃপক্ষের তরফে অসুস্থ পড়ুয়াদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। 

বর্তমানে ৬৭ জন পড়ুয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গিয়েছে। বাকি পড়ুয়াদের প্রাথমিক চিকিৎসার পরেই ছেড়ে দেওয়া হয়। হাসপাতালে অসুস্থ পড়ুয়াদের সঙ্গে দেখা করেন জেলাশাসক ভি জয়া চন্দ্র ভানু রেড্ডি। তিনি বলেন, “ঘটনাটি ঘটেছে দুপুর ৩.১৫ নাগাদ। সেই সময়ে স্কুল চলছিল। ঘটনার সঙ্গে সঙ্গেই পড়ুয়াদের হাসপাতালে নিয়ে আসা হয়েছে। সেখানে চিকিৎসা চলছে তাদের।”

হোসুর জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, ওই স্কুলে একসঙ্গে ১০০ জন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। বেশিরভাগ পড়ুয়ারই বমি বমি ভাব ও মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দেয়। যদিও কারও উপসর্গ গুরুতর নয় বলেও জানানো হয়েছে। সিনিয়র স্বাস্থ্য় আধিকারিক সূত্রে খবর, বর্তমানে হাসপাতালে ৬৭ জন পড়ুয়া চিকিৎসাধীন। এর মধ্যে ২৩ জন ছাত্রী। 

প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে বিষাক্ত গ্যাস বা বিষক্রিয়ার কারণে এতজন পড়ুয়া একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছে। যদিও তা প্রমাণ করতে সমস্ত পড়ুয়াদের বিশেষ কিছু পরীক্ষা করানো হবে বলে জানানো হয়েছে। একইসঙ্গে দূষণ নিয়ন্ত্রণ বোর্ড, হসুর কর্পোরেশন ও স্কুল শিক্ষা বিভাগের প্রতিনিধিরা ওই স্কুলে যান। ঠিক কী থেকে ওই ঘটনা ঘটল, তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে।

Subhraroop

সম্পর্কিত খবর