বাংলাহান্ট ডেস্কঃ রাত পোহালেই নরেন্দ্র মোদীকে (Narendra Modi) দেওয়া কথা রাখতে ভারতে (India) মার্কিন ভেন্টিলেটর পাঠাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। বন্ধু দেশের এই অনুদানে অভিভূত ভারতের প্রধানমন্ত্রী। আগামী সোমবারই আমেরিকা থেকে ১০০ টি উন্নত প্রযুক্তির ভেন্টিলেটর পাঠাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ইন্ডিয়ার বিমানে চড়েই দেশের মানুষের সেবার প্রয়োজনে আসতে চলেছে এই ভেন্টিলেটর।
ভেন্টিলেটর পাঠাচ্ছেন ট্রাম্প
ভারতে বাড়তে থাকা করোনা ভাইরাসের প্রসার রোধে বন্ধু দেশের সাহায্য নিলেন মোদী জি। করোনা ভাইরাসের চিকিৎসার একটি অন্যতম গুরুত্ব পূর্ণ অঙ্গ হল ভেন্টিলেটর। করোনা ভাইরাসের পূর্বে ভারতে এই যন্ত্র ব্যাপক হারে উৎপাদন না হলেও, বর্তমানে এর উৎপাদনে হাত লাগিয়েছে দেশের বিশেষজ্ঞরা। তবে এরই মধ্যে মার্কিন রাষ্ট্রপতি তাঁর দেওয়া কথা রাখতে প্রথম দফায় ১০০ টি উন্নত মানের ভেন্টিলেটর পাঠাচ্ছেন ভারতে।
একসাথে লড়ব করোনার বিরুদ্ধে
‘ভারতকে এই সংকটের দিনে ভেন্টিলেটর দেবে আমেরিকা। বন্ধু দেশকে এভাবে সাহায্য করতে পেরে আমি খুবই খুশি। করোনার বিরুদ্ধে ভ্যাকসিন তৈরিতে একযোগে কাজ করব আমরা। একসঙ্গে লড়াব শত্রু করোনা ভাইরাসের বিরুদ্ধে’, গত ১৬ ই মে ট্রাম্পের এক ট্যুইট বার্তায় এমনটাই জানান তিনি। ট্রাম্পের এই ট্যুইটের পাল্টা সম্মান জানিয়ে মোদী জি বলেন, ‘বিশ্বের এই দুঃসময়ে সকলেরই একসঙ্গে কাজ করা উচিৎ। একসঙ্গে মিলিতভাবে করোনা দূরীকরণে লড়াই চালানো উচিৎ’৷
করা হবে স্বাগত অনুষ্ঠান
জোল নামের এক মার্কিন সংস্থার দ্বারা নির্মাণ হয়ে, শিকাগো থেকে ভারতে আসবে এই যন্ত্র। এয়ার ইন্ডিয়ার বিমানে করে নিয়ে আসা থেকে শুরু করে সম্পূর্ণ বিষয়টির দেখভালের দায়িত্বে রয়েছে ইন্ডিয়া রেড ক্রস সোসাইটি। সরকারী আধিকারিকরা জানিয়েছেন, এই ভেন্টিলেটর ভারতের মটিতে আসা মাত্রই মার্কিন উদ্যোগকে স্বাগত জানিয়ে একটি ছোট অনুষ্ঠানও করা হবে।