৮৯ শতাংশ নম্বর পেয়ে পরীক্ষায় পাশ, ১০৪ বছরের বৃদ্ধার প্রশংসায় পঞ্চমুখ গোটা ভারত

বাংলা হান্ট ডেস্কঃ কথাতে বলা হয় বয়স শুধু একটা সংখ্যা ছাড়া আর কিছু নয়, এর নানা দৃষ্টান্ত এর আগেও স্থাপন করেছে মানুষ। এবার ফের একবার কেরালা থেকে সামনে এল একই রকম একটি ঘটনা, যা এতটাই অবাক করা যে শিক্ষা মন্ত্রী নিজেও এই ঘটনার কথা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় এবং নিজের বিষয়ের কথা প্রকাশ করেছেন।

কেরলের সকল নাগরিককে শিক্ষিত করে তুলতে বর্তমানে একটি মিশন চালাচ্ছে রাজ্য সরকার। কন্টিনিউয়িং এডুকেশন নামক এই মিশনে রাজ্যের নাগরিকদের নতুন করে শিক্ষার আলো প্রদানের চেষ্টা চালাচ্ছে সরকার। এই মিশনের আয়োজিত একটি পরীক্ষাতেই ঘটল এক অবাক করা ঘটনা। কেরালার কোট্টায়াম জেলার বাসিন্দা 104 বছর বয়সী বৃদ্ধ মহিলা কুট্টিয়াম্মা সম্প্রতি কেরালা রাজ্য দ্বারা পরিচালিত রাজ্য শিক্ষা পরীক্ষায় 89% নম্বর পেয়ে সবাইকে অবাক করে দিয়েছিলেন।

জানিয়ে রাখি, কুট্টিয়াম্মা এর আগে জীবনে কখনো স্কুলে যাননি। তা সত্ত্বেও তিনি যথেষ্ট ভাল লিখতে এবং পড়তে জানেন, যদিও বার্ধক্যজনিত কারণে তার শ্রবণের ক্ষেত্রেও নানা সমস্যা দেখা দিয়েছে। এমনকি পরীক্ষা কেন্দ্র পরীক্ষকদের তার সঙ্গে যথেষ্ট উচ্চস্বরে কথা বলতে হচ্ছিল কিন্তু শারীরিক সমস্যা বাধা হয়ে দাঁড়াতে পারেনি তার শিক্ষা লাভের আগ্রহে। আর সেই কারণেই 104 বছর বয়সেও 89 শতাংশ নম্বর নিয়ে সকলকে চমকে দিলেন তিনি।

সাক্ষরতার মূলস্রোতে সমস্ত নাগরিককে ফিরিয়ে আনতে কেরল সরকার যে চেষ্টা চালাচ্ছে কার্যত বর্তমানে তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন কুট্টিয়াম্মা। কারণ বার্ধক্যজনিত নানান সমস্যার পরেও যেভাবে তিনি তাঁর ইচ্ছা শক্তিকে জাগিয়ে রেখেছেন সকলের কাছে একটি শিক্ষনীয় বিষয়।

 

Abhirup Das

সম্পর্কিত খবর