বাংলা হান্ট ডেস্কঃ বুধবার সকালে শাসকদলের বিধায়কের (TMC MLA) বাড়ি ও বিড়ি কারখানায় হানা দেয় আয়কর দফতর (IT Raid)। মুর্শিদাবাদের (Murshidabad) জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের (Jakir Hossain) বিড়ি কারখানা সহ গুদাম, বাড়িতে বহু ঘন্টা অভিযান চালানোর পর মিলল কুবেরের ধনের হদিশ। উদ্ধার নগদ ১১ কোটিরও বেশি টাকা। শোরগোল রাজনৈতিক মহলে।
জানা যাচ্ছে, বিধায়কের কলকাতা, দিল্লি ও মুর্শিদাবাদের বাড়িতে অভিযান চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করেছে আয়কর দফতর। তার মধ্যে মুর্শিদাবাদ থেকেই মিলেছে ১১ কোটিরও বেশি। সুত্রের খবর, মুর্শিদাবাদ জেলার চালকল তেলকল বিড়ি কারখানা সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে এই পরিমান টাকার হদিস মিলেছে। তারমধ্যে ইতিমধ্যেই একটি অফিস থেকে উদ্ধার করা ৯ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে আয়কর দফতর।
প্রসঙ্গত, গতকাল মুর্শিদাবাদের সামসেরগঞ্জের বেশ কয়েকটি বিড়ি ফ্যাক্টরি অভিযান চালায় আয়কর দফতর। যার মধ্যে সুতিতে তৃণমূলের জাকির হোসেনের শিব বিড়ি ফ্যাক্টরীও সামিল ছিল। বেলা ১১ টা নাগাদ কারখানাতে হানা দেয় আয়কর দফতরের বিশাল প্রতিনিধি দল। তাঁদের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।
পাশাপাশি, বিধায়কের এক চালকলেও তদন্ত অভিযান চালায় আয়কর দফতরের আধিকারিকরা। প্রসঙ্গত, অতীতে রাজ্যের মন্ত্রীর পদেও আসীন ছিলেন জাকির হোসেন। বর্তমানে জঙ্গিপুরের শাসক দলের বিধায়ক তিঁনি।