বাংলা হান্ট ডেস্ক : গত খারিফ মরশুমে যেসব চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবার তারা পেতে চলেছেন শস্য বিমার (Crop Insurance) টাকা। রাজ্যের প্রায় ১১ লক্ষ কৃষক এই বিমার টাকা পাবেন। বিমা বাবদ প্রায় ১০২ কোটি টাকা বরাদ্দ করেছে পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal)। জানা যাচ্ছে, খারিফ মরশুমে যে সব কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে এই টাকা (Indian Rupee)।
নবান্ন (Nabanna) সূত্রে খবর, ইতিমধ্যেই বহু চাষি তাদের পাওনা টাকা পেয়ে গেছেন। অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই জমা পড়তে শুরু করেছে শস্য বিমার টাকা। সূত্রের খবর, মোট ১১ লক্ষ কৃষক এই বিমার টাকা পাবেন। জানা যাচ্ছে, এই প্রকল্পের বিমার প্রিমিয়াম দেয় রাজ্য সরকারই। গত ২০১৯ সালে এই বিমা প্রকল্প চালু করে রাজ্য সরকার। মূলত কৃষকদের জন্যই এই যোজনা চালু করা হয়।
উল্লেখ্য, এই বিমার আওতায় প্রতিকূল আবহাওয়া থেকে শুরু করে বন্যপ্রাণীদের দ্বারা ফসল ক্ষতিগ্রস্ত হলে টাকা পাওয়া যাবে। এবং কোন কোন জমির ফসল নষ্ট হয়েছে তা জানা যায় উপগ্রহ চিত্র থেকে। ইতিমধ্যেই প্রায় ২৪০০ কোটি টাকা দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত চাষিদের। যাতে উপকৃত হয়েছেন রাজ্যের বহু পরিবার।
আরও পড়ুন : কপাল খুলল ‘অনুরাগের ছোঁয়া’র! এক ধাক্কায় নম্বর কমল ‘নিম ফুলের মধু’র, TRP তালিকায় বড় চমক
এইদিন বিমা প্রসঙ্গে কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ক্ষতিগ্রস্ত চাষিদের টাকা দেওয়ার ক্ষেত্রে নজিরবিহীন উদাহরণ স্থাপন করেছে পশ্চিমবঙ্গ সরকার। যার ফলে কৃষকদের আয়ও বেড়েছে তিনগুণ। নবান্ন সূত্রে খবর, এতে রাজ্যের গরিব চাষিদের অর্থাভাবও কমেছে অনেকটাই। গত বছর অক্টোবরেও রাজ্যের ২ লক্ষ ৪৫ হাজার কৃষকের জন্য প্রায় ২০০ কোটি টাকা বরাদ্দ করেছিল রাজ্য সরকার।