দলীয় ১১ সদস্যকে অপহরণের অভিযোগ তৃণমূল প্রধানের বিরুদ্ধে, পঞ্চায়েত দখল নিয়ে অশান্তি

বাংলা হান্ট ডেস্কঃ এত করেও যেন কিছুতেই গোষ্ঠীদ্বন্দ্ব পিছু ছাড়ছে না শাসকদল তৃণমূল কংগ্রেসের। কয়েকদিন আগেই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল এক তৃণমূল যুব কর্মীর মায়ের। যদিও ঘটনাটিকে পারিবারিক বিবাদ বলেই ব্যাখ্যা করা হয়েছিল অভিযুক্তদের তরফে, কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বের হাওয়ায় যে বারবার অস্বস্তিতে পড়েছে রাজ্যের শাসক দল এ নিয়ে কোন সন্দেহ নেই। ফের এমনই এক ঘটনা সামনে এলো মালদহের দৌলতনগর পঞ্চায়েত এলাকা থেকে।

গত মাস খানেক ধরেই বিবাদ চলে আসছে এই পঞ্চায়েতকে ঘিরে। প্রধান নাজিবুর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন তৃণমূল দলীয় কর্মীদের একাংশ। এই দুর্নীতির অভিযোগে ১২ জন পঞ্চায়েত সদস্য তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও এনেছিল বলে খবর। কিন্তু এই পঞ্চায়েত দখলকে কেন্দ্র করেই বিবাদে উত্তপ্ত হয়ে উঠল দৌলত নগর এলাকা।

জানা গিয়েছে, মঙ্গলবার হরিশ্চন্দ্রপুর ব্লক অফিসের প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা ১২ সদস্যকে স্বাক্ষর যাচাইয়ের জন্য ডেকে পাঠানো হয়। আসল ঘটনা ঘটে এখানেই। একাংশের তৃণমূল কর্মীদের অভিযোগ প্রধান নাজিবুর রহমান ও হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি আশরাফুল হকের নেতৃত্বে তার দলবল ১১ জন সদস্যকে বন্দুক দেখিয়ে অপহরণ করে।

ঘটনাস্থলে গাড়ি এই বিক্ষোভ করতে থাকেন প্রধানের বিরোধী তৃণমূল কর্মীদের একাংশ। এমনকি রাস্তাও অবরোধ করেন তারা। ঘটনাস্থলে পুলিশ এলেও বিক্ষোভ সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হয় তাদের নাজিবুর রহমানের সমর্থক সঙ্গে মারামারি-হাতাহাতিও হয় বিক্ষোভকারী দলটির। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিক্ষোভকারীদের। তবে আপাতত ঘটনা নিয়ন্ত্রণে এনেছে পুলিশ। সবমিলিয়ে পঞ্চায়েত দখলকে কেন্দ্র করে যে ফের একবার উত্তপ্ত হয়ে উঠলো হরিশ্চন্দ্রপুর থানা দৌলতপুর এলাকা তা বলাই বাহুল্য।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর