রাজার হালে কেটে যাবে জীবন! মাথায় রাখুন শুধু এই কয়েকটি কথা, বলেছেন স্বয়ং চাণক্য

বাংলাহান্ট ডেস্ক : সুখী হতে কে না চায়। শুধুমাত্র একটু সুখে থাকার জন্য একটু সচ্ছল ভাবে জীবন যাপন করার জন্য সারাটা জীবন কাটিয়ে দেন অনেকেই। তবে সবাই যে সুখের মতো দেখেন এমনটা নয়। কিন্তু চেষ্টা করতে কোন কসুর করেন না।  ব্যস্ততার মধ্যে অনেকেই আবার সুখ কি জিনিস সেটাই ভুলে যান অনুভব করতে। সময় চলে গেলে তখন আফসোস করেন।

সেই জন্যই কৌটিল্য বা চাণক্য (Chanakya) নিজের নীতিতে বলেছেন অনেক কথাই। সাধারণ মানুষকে সঠিক পথে চালানোর জন্য অবশ্যই জীবনে চাণক্যের নীতি (Chanakya Niti) মেনে চলা উচিত। মোহন পন্ডিতদের মধ্যে অন্যতম হলেন আচার্য চাণক্য বা কৌটিল্য। নীতিশাস্ত্রের চাকরি, ব্যবসা, সম্পর্ক, জীবনসহ বিভিন্ন বিষয় নিয়ে নিজে দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেছেন তিনি।

আরোও পড়ুন : এখানে গেলেই পেয়ে যাবেন ফ্রি’তে সোনা! প্রতিদিন বের করা হচ্ছে ৫ লাখ, জানুন কোথায়

চাণক্য মনে করেন, সফল হওয়ার জন্য একজন ব্যক্তির কঠোর পরিশ্রম করার পাশাপাশি কিছু অভ্যাস পরিত্যাগ করতে হয়। তিনি মনে করেন একজন ব্যক্তির উপার্জন কাউকে বলা উচিত নয়। এই বিষয়গুলি শেয়ার করলে আর্থিক ক্ষতি হতে পারে। একই সঙ্গে ওই ব্যক্তিকে ঘিরে থাকে বিভিন্ন দুঃখ। তাই নিজের আয়ের কথা কাউকে বলতে নেই।

আরোও পড়ুন : ভারত ছাড়বে WhatsApp! Metar মন্তব্যে চিন্তায় ব্যবহারকারীরা

মানুষের চাহিদা পূরণ কোনদিন হয় না। দিনরাত পরিশ্রম করে সেই চাহিদা বাস্তবায়ন করার চেষ্টা করে মানুষ। সেই কারণেই অন্য কাজ করতে ভুলে যায় তারা। তাইতো চাণক্য বলেছেন, চাহিদা সীমিত রাখার কথা। এতে শুধুমাত্র অর্থ সাশ্রয় হয়, এমনটাই নয়। এছাড়াও জীবন যাপনেও সহায়তা করে।

ভুল থেকে শিক্ষা গ্রহণ করার অভ্যাস যে ব্যক্তি রয়েছে সে সবসময় সফল হয়। ভুলগুলি সাধারণত লুকিয়ে থাকার কারণে অনেক সময় মিথ্যের আশ্রয় নিতে হয়। তাই শুধু যে নিজের ভুল থেকে শিক্ষা নেবেন এমনটা নয়, অন্যের করা ভুল থেকেও শিক্ষা নেওয়া উচিত। তবে কেউ যদি এ কাজ না করেন তাহলে তিনি ব্যর্থতার সম্মুখীন হন।

11 05 424273317chanakya nit3 1

 আর্থিক লাভের কথা বিবেচনা করে অনেকে আবার ভুল পথ বেছে নেন। এটা কিন্তু একেবারে উচিত নয়। পন্ডিত চাণক্য মনে করেন, কঠোর পরিশ্রমের মাধ্যমেই অর্থ সংগ্রহ করা উচিত। অনৈতিক কাজ থেকে অর্জিত অর্থ থেকে ক্ষতি হতে পারে। তিনি আরো বলেছেন, নিজের লক্ষ্যে সবসময় অটল থাকা উচিত। ভাগ্যের উপর নির্ভর করা ব্যক্তিরা বিভিন্ন সুযোগগুলি হাতছাড়া করে। তাই ভাগ্যের উপর নির্ভর করবেন না

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর