বাংলা হান্ট ডেস্ক: একটি ক্রিকেট ম্যাচে ১১ জন ক্রিকেটারই বল করল! বিশ্বাস হচ্ছে না নিশ্চয়ই? কেউই বিশ্বাস করত না যদি না এই ম্যাচ হত। আর এমন কীর্তি ঘটেছে আমাদের ভারতেই। তাও আবার কিনা টি-টোয়েন্টি (T20 Record) ম্যাচে। আর এমন ম্যাচ রীতিমতো ক্রিকেটের ইতিহাসে রেকর্ড গড়লো। ক্যাপ্টেন থেকে উইকেট কিপার সকলেই বল করে ব্যাটসম্যানদের ধরাশায়ী করে।
টি-টোয়েন্টি (T20 Record) ম্যাচে ১১ জন করলো বল:
জানা যায়, সৈয়দ মুস্তাক আলি ট্রফি ম্যাচে দিল্লি বনাম মনিপুরের খেলা ছিল। আর সেই ম্যাচেই দেখা গিয়েছে এমন দৃশ্য। মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে শুক্রবার ছিল দিল্লি বনাম মনিপুরের খেলা। টসে দিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মনিপুরের অধিনায়ক। আর এমন সিদ্ধান্তকে কাজে লাগালেন দিল্লির অধিনায়ক। ২২ গজের ময়দানে রীতিমতো ব্যাটসম্যানদের ঘোড়ার দৌড় করালেন আয়ুষ বাদোনি।
দিল্লির বোলিংয়ে কাবু মনিপুর: জানা গিয়েছে, দিল্লির অধিনায়ক তথা উইকেট কিপার আয়ুষ বাদোনি নিজেই দুই ওভার বল করেছেন। আর দুই ওভার বল করে একটি উইকেটও তুলে নেন। সেই সঙ্গে ২ ওভার করে বল করছেন আয়ুষ সিং, অখিল চৌধুরী। পাশাপাশি ৩ ওভার বল করে তাক লাগালেন হর্ষ ত্যাগী, দিগ্বেশ ও মায়াঙ্ক রাওয়াত। এদের মধ্যে হর্ষ এবং দিগ্বেশ ২টি করে উইকেট তুলেছেন।
আরও পড়ুন: “প্রতিটি চ্যালেঞ্জ আমাকে শক্তিশালী করে….”, ঘুষের অভিযোগের পর প্রথমবার মুখ খুললেন আত্মবিশ্বাসী আদানি
১ ওভার করে বল করলেন আরিয়ান রানা, হিম্মত সিং, প্রিয়াংশ আর্য, যশ ধুল, অনুজ রাওয়াত। টসে জিতে মনিপুরের ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভুল প্রমাণ করে দিলেন অধিনায়ক আয়ুষ বাদোনি। জানা গিয়েছে দলের প্রথম সারির পাঁচজন বোলার প্রথমে বল করেন। এরপর একে একে সকলে বল করার সুযোগ পান। পাঁচজন মুখ্য বোলার বল করার পর বল হাতে এগিয়ে আসেন আয়ুষ বাদোনি। এখানেও নিজের দক্ষতা দেখিয়ে দিয়েছেন। জানা গিয়েছে নির্ধারিত ২০ ওভার শেষে মণিপুর (Manipur) ৮ উইকেট হারিয়ে রান তোলে মাত্র ১২০। এই খেলা দিল্লি চুটকিতে শেষ করে দেয়। ১৮.৩ ওভারে চার উইকেটে খেলা জিতে যায় দিল্লি।
আরও পড়ুন: ২ বছরের অপেক্ষার অবসান! ট্রফির খরা কাটিয়ে উঠলেন সিন্ধু, চিনা প্রতিপক্ষকে হারিয়ে জিতলেন খেতাব
টি-টোয়েন্টির ম্যাচে সচরাচর ৯ জনের বেশি বোলারকে বল করা সুযোগ দেওয়া হয় না। কিন্তু এবারের টি-টোয়েন্টি ম্যাচ যেন এক অনবদ্য খেলা দেখালো। দলের ১১ জন প্লেয়ারকে দিয়েই বল করিয়ে জিত হাসিল করে নিল দিল্লী। তবে এমন ঘটনা টেস্ট ম্যাচে দেখা যায়, টি-টোয়েন্টিতে (T20 Record) নয় । ২০০২ সালে সৌরভ গাঙ্গুলী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১১ জনকে দিয়ে বল করিয়েছিলেন। এমনকি একসময় সাউথ আফ্রিকায় এই কাজ করে। তবে টি-টোয়েন্টির কোন ম্যাচে এমন বোলিং দেখা যায়নি। যার ফলে সকলেই একটু হতবাক হয়েছে।