ODI বিশ্বকাপে হেরেছে ভারত, তবুও দেশে এল ১১ হাজার কোটি টাকা! ১০ মাস পর মিলল বড় তথ্য

বাংলা হান্ট ডেস্ক: গত বছর ভারতে (India) সম্পন্ন হয়েছিল ODI বিশ্বকাপ। যেখানে সমগ্র টুর্নামেন্ট জুড়ে অপ্রতিরোধ্য থাকলেও ফাইনাল ম্যাচে এসে অস্ট্রেলিয়ার কাছে দুর্ভাগ্যজনকভাবে হেরে যায় রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল (India National Cricket Team)। যে ধাক্কা এখনও মন খারাপ করায় ভারতের ক্রিকেট অনুরাগীদের। তবে, একটুর জন্য বিশ্বকাপ “মিস” হলেও এই মেগা টুর্নামেন্টকে ঘিরে ভারত কয়েক হাজার কোটি টাকা লাভ করেছে।

বিশ্বকাপ থেকে এভাবে লাভবান হল ভারত (India):

প্রসঙ্গত উল্লেখ্য যে, ODI বিশ্বকাপের প্রায় দশ মাস পরে ICC-র তরফে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। যেখানে জানানো হয়েছে, ২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত এই টুর্নামেন্টটি ভারতের (India) অর্থনীতিতে ১১ হাজার কোটি টাকার বেশি এনে দিয়েছে। যেখানে পর্যটন থেকে শুরু করে স্টেডিয়াম আপগ্রেডেশন এবং খাবার ও পানীয়র মতো ক্ষেত্র সামিল রয়েছে।

11 thousand crores came to India from the ODI World Cup.

৫৪ দিনের টুর্নামেন্ট থেকে এল ১১,৬৩৭ কোটি টাকা: জানিয়ে রাখি যে, বুধবার ICC-র তরফে ভারতের (India) অর্থনীতিতে ২০২৩ সালের ODI বিশ্বকাপের প্রভাব সম্পর্কে একটি বিস্তারিত রিপোর্ট উপস্থাপিত করা হয়েছে। যেখানে বলা হয়েছে যে, প্রায় ৪৫ দিন ধরে চলা এই টুর্নামেন্টটির ফলে ভারতের অর্থনীতিতে ১.৩৯ বিলিয়ন ডলার অর্থাৎ ১১,৬৩৭ কোটি টাকার প্রত্যক্ষ প্রভাব পড়েছে। এই বিপুল পরিমাণ অর্থ মূলত বিশ্বকাপের ১০ টি আয়োজক শহরের মাধ্যমে এসেছে। যেখানে শুধুমাত্র স্টেডিয়ামগুলির উন্নতিই নয় পাশাপাশি ওই শহরগুলিতে পর্যটকদের আগমনের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: রোহিত-গম্ভীরের সিদ্ধান্তে শুরু বিভ্রান্তি! বাংলাদেশের বিরুদ্ধে খেলতে পারবেন না ভারতের এই দুই তারকা প্লেয়ার

পর্যটন থেকে সর্বোচ্চ আয়: উল্লেখ্য যে, বিশ্বকাপ চলাকালীন দেশ-বিদেশের বিপুল পর্যটক আয়োজক শহরগুলি পরিদর্শন করেছিলেন। পাশাপাশি, তাঁরা বিশ্বকাপের অন্যান্য কার্যক্রমেও অংশগ্রহণ করেন। পর্যটকদের আগমন, থাকা, ভ্রমণ এবং খাওয়া-দাওয়া থেকে প্রায় ৭,২২২ কোটি টাকা আয় হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, মোট ১২.৫ লক্ষ মানুষ এই বিশ্বকাপ দেখতে এসেছিলেন। যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ হিসেবে বিবেচিত হচ্ছে। এর মধ্যে ৭৫ শতাংশ মানুষ প্রথমবারের মতো বিশ্বকাপ দেখতে আসেন। শুধু তাই নয়, ১৯ শতাংশ বিদেশি দর্শক প্রথমবারের মতো ভারতে (India) এসেছিলেন। এছাড়াও বিশ্বকাপ আয়োজনের কারণে সেই সময়ে বিভিন্ন সেক্টরে স্থায়ী ও অস্থায়ী মোট ৪৮ হাজার কর্মসংস্থানের সৃষ্টি হয়েছিল বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: “বিশ্বের প্রতিটি ডিভাইসে থাকুক মেড ইন ইন্ডিয়া চিপ”, ভারতে সেমিকন্ডাক্টর উৎপাদনে বড় পরিকল্পনা প্রধানমন্ত্রীর

দুর্দান্ত পারফরম্যান্স সত্বেও শেষ পর্যন্ত পরাজিত হয় টিম ইন্ডিয়া: জানিয়ে রাখি, ২০২৩ সালের বিশ্বকাপ ৫ অক্টোবর আমেদাবাদে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যে ম্যাচ দিয়ে শুরু হয়েছিল। যেটি আমেদাবাদেই ১৯ নভেম্বর ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে ফাইনালের মাধ্যমে শেষ হয়। ফাইনাল ম্যাচে ভারতকে (India) ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জিতে যায় অস্ট্রেলিয়া। ওই টুর্নামেন্টে টিম ইন্ডিয়া টানা ১০ টি ম্যাচ জিতে ফাইনালে পৌঁছেছিল এবং শুধুমাত্র ফাইনালেই তারা হেরে গিয়েছিল।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর