নিত্যযাত্রীদের জন্য সুখবর! এবার শিয়ালদার আরও ৩ প্ল্যাটফর্ম থেকে ছুটবে ১২ কামরার লোকাল

বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার পর এবার ১২ কামরার লোকাল ট্রেন ছাড়লো শিয়ালদহ স্টেশনের (Sealdah Station) তিন তিনটি প্লাটফর্ম থেকে। আজ শনিবার থেকেই সচল হয়ে গেল শিয়ালদহ স্টেশনের ১, ২ এবং ৫ নম্বর প্ল্যাটফর্ম। শিয়ালদহ স্টেশন দেশের ব্যস্ততম স্টেশন গুলির মধ্যে একটি। এই স্টেশনের আধুনিকীকরণের কারণে গত কয়েকদিন ধরে পরিষেবা ব্যাহত হচ্ছিল।

এবার ৩ এবং ৪ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণ এর কাজ শেষ হয়ে গেলেই, ওই দুটি প্লাটফর্ম থেকেও ১২ কোচের লোকাল ট্রেন চলতে শুরু করবে বলে জানানো হয়েছে রেল সূত্রে। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান,”পূর্ব রেল নির্ভরযোগ্য এবং যাত্রী-কেন্দ্রিক পরিষেবা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ১, ২ এবং ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে ১২ কামরার ট্রেন চালু হওয়ার ফলে যাত্রীরা আরও সুবিধাজনক এবং নিরাপদ ভাবে যাত্রা করতে পারবেন।”

   

আরোও পড়ুন : প্যাট কামিন্সের হ্যাটট্রিকেই লুকিয়ে রয়েছে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার সংকেত! ঘটল বিরাট কাকতলীয় ঘটনা

প্রসঙ্গত, তীব্র গরমে প্রচন্ড ভিড়ের মধ্যে শিয়ালদহ স্টেশনে ঠাসাঠাসি করে উঠতে হয়েছে যাত্রীদের। স্টেশনে ঢোকার আগে দূরপাল্লার ট্রেনগুলি দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থেকেছে। তারই মধ্যে পূর্ব রেলের পক্ষ থেকে শনিবার ঘোষণা করা হলো, শিয়ালদহ স্টেশনের পরিষেবাকে আরো উন্নত করে তুলতে বদ্ধপরিকর পূর্ব রেল। তারই নবতম সংযোজন শিয়ালদহ স্টেশনের অত্যাধুনিক ইলেকট্রনিক ইন্টারলকিং কেবিনের প্রতিস্থাপন।

আরোও পড়ুন : প্রতি মাসে ১০০০ টাকা করে পাবেন ৫০ হাজার রাজ্যবাসী, বিরাট ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

শিয়ালদহ ডিভিশনের প্রতিদিন ৮৯২ টি লোকাল ট্রেন চলাচল করে থাকে। তবে প্লাটফর্মের দৈর্ঘ্য বেশি না হওয়ার কারণে ১ থেকে ৫ নম্বর প্লাটফর্ম পর্যন্ত ১২ বগি ট্রেন চলাচল করত না। ১২ চালানো হতো শুধু ৬ এবং ৭ নম্বর প্ল্যাটফর্ম থেকে। তবে রেলের লক্ষ্য ছিল, প্রত্যেকটি প্লাটফর্ম থেকেই ১২ বগি ট্রেন চালানো। আর কয়েক মাসের মধ্যেই রেলের সেই লক্ষ্য পূরণ হবে বলে আশাবাদী পূর্ব রেল কর্তৃপক্ষ।

Local 1

১২ বগির ট্রেন (Train)  চালু হয়ে গেলেই প্রায় হাজার জন অতিরিক্ত যাত্রী যাতায়াত করতে পারবেন ট্রেনে। ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি পাবে। এর আগে ৯ কামরার ট্রেন চলাচল করার কারণে বিধাননগর আর দমদম স্টেশন থেকে যাত্রীদের উঠতে ভীষণ সমস্যা হত। ১২ কামরার ট্রেন চালু হলে সেই সমস্যা সমাধান হবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর