বাংলা হান্ট ডেস্ক : লোকসভা নির্বাচনের প্রাক পর্ব থেকেই রাজ্যের অন্যান্য জেলার থেকে উত্তর চব্বিশ পরগনায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার একটা আলাদা হিড়িক পড়েছিল। তারপর লোকসভা নির্বাচনে জয়ের পর উত্তর চব্বিশ পরগনার নৈহাটি, ভাটপাড়া ও বারাকপুরে এক বড় সড় ভাঙন ধরেছিল। লোকসভা নির্বাচনে উত্তর চব্বিশ পরগনায় এক অভূতপূর্ব সাফল্য এসেছিল বিজেপির। তাই সকলেই অর্জুনের হাত ধরে বিজেপিতে নাম লিখিয়েছিল।
এবং একের পর এক পুরসভা দখল করেছিল। যদিও তারপর হারানো জমি ফিরে পেয়েছিল বিজেপি। অর্জুন সিং-এর নেতৃত্বে যারা বিজেপিতে গিয়েছিলেন তারাই আবার শাসক শিবিরের পতাকা হাতে তুলে নিয়েছেন। একের পর এক পুরসভা যেমন দখলে এসেছে তেমনি তৃণমূল সদস্যরাও শয়ে শয়ে দলে ফিরেছেন।
এবার অর্জুন গড়েই সার্জিক্যাল স্ট্রাইক করল তৃণমূল। বিজেপিতে যাওয়া 12 জন কাউন্সিলর এবার তৃণমূলে ফিরছেন। আর এই ইস্যুকেই হাতিয়ার করেছে তৃণমূল। তাইতো বিজেপিতে ভালো ছিলেন না বলে দাবি করা হচ্ছে। বুধবার এক সাংবাদিক বৈঠকে রাজ্যের পুর ও নগোরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘১২ জন কাউন্সিলর তৃণমূলে ফিরছেন। ওদের ভয় দেখিয়ে বিজেপিতে নিয়ে যাওয়া হয়েছিল। অত্যাচার করেছে ‘হিম্যান’ সাংসদ। গুন্ডামি করে, ভয় দেখিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। ওদের মনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা রয়েছে। বিজেপি সেটা মুছবে কীভাবে।’
12 জন কাউন্সিলর তৃণমূলে ফিরলে ভাটপাড়া পুরসভা কিছুটা হলেও দখল করার জায়গা চলে আসবে শাসক শিবিরের। লোকসভা উপনির্বাচনের আগে এধরনের বড় খবরে যেন বুক বাঁধছে শাসক শিবির।